১. “A quick brown fox jumps over the lazy dog” বাক্যটিতে ইংরেজি ২৬টি অক্ষর আছে।
২. সবচেয়ে লম্বা ইংরেজি শব্দ হল-Super_cali_fragi_listic_expiali_docious [সুপাঃ_ক্যালি_ফ্রাজি_লিস্টিক_এক্সপিয়ালি_ডউসাস] অসাধারণ ভালো – extraordinarily good; wonderful.
৩. lollipop হলো সবচেয়ে বড় ইংরেজি শব্দ, যা কিবোর্ডে লিখতে শুধু ডান হাত ব্যবহৃতহয়।
৪. Mozambique এমন একটি দেশের নাম যাতে সবগুলো vowel আছে।
৫. dreamt একমাত্র ইংরেজি শব্দ, যার শেষে mt আছে।
৬. queue একমাত্র ইংরেজি শব্দ, যার শেষের ৪ অক্ষর বাদ দিলেও একই উচ্চারণ হয়।
৭. “Education” ও “Favourite”শব্দে সবগুলো vowel আছে।
৮. “Abstemious ও Facetious ”শব্দে সবগুলো vowel আছে। মজার ব্যাপার হল শব্দের vowel গুলো ক্রমানুসারে (a-e-i-o-u) আছে।
৯. “A can can can a can” একটি পূর্ণ বাক্য। যার অর্থ: A can – বড় পাত্র, can-পারা, can- সংরক্ষণ করা, can- কৌটা
১০. “I woo thee” হলো “I love u” এর সমার্থক বাক্য (আমি তোমাকে ভালোবাসি)
১১. যেসব শব্দের প্রথম অক্ষর q, তার সব শব্দে q -এর পরে u আছে।
১২. typewriter সবচেয়ে বড় ইংরেজি শব্দ, যা কিবোর্ডে লিখতে শুধু ওপরের সারি ব্যবহৃত হয়।
১৩. Stewardesses হলো সবচেয়ে বড় ইংরেজি শব্দ, যা কিবোর্ডে লিখতে শুধু বাম হাত ব্যবহৃত হয়।
১৪. ইংরেজীতে vowel যুক্ত সবচেয়ে ছোট শব্দ হলো a (একটি) ও i (আমি)।
১৫. abstemious, aacetious শব্দে সবগুলো vowel আছে। মজার ব্যাপার হলো শব্দের vowel ষগুলো ক্রমানুসারে (a-e-i-o-u) আছে।১৬. ইংরেজি madam, reviver শব্দ দুটিকে উল্টো করে পড়লেও অর্থ একই হবে।
১৭. Vowel বিহীন সবচেয়ে ছোট শব্দ হল By.
১৮. I am সবচেয়ে ছোট ইংরেজি বাক্য।
১৯. executive, future এমন দুটি শব্দ যাদের এক অক্ষর পর পর vowel আছে।
২০. studz, hijak, nope, deft শব্দগুলোর প্রথম ৩টি অক্ষর ক্রমানুসারে আছে।
২১. almost সবচেয়ে বড় ইংরেজিশব্দ, যার বর্ণগুলো ক্রমানুসারে আছে।
২২. Assassination মনে রাখার সহজ উপায়ঃ
গাধাঁ-গাধাঁ-আমি-জাতি অর্থাৎ গাধাঁর উপরে গাধাঁ, তার উপরে আমি, আমার উপরে জাতি ।
২৩. Lieutenant শব্দের উচ্চারণ
লেফট্যান্যান্ট বানান মনে রাখার সহজ উপায় হল: মিথ্যা-তুমি-দশ-পিঁপড়া।
২৪.Psychology মনে রাখার সহজ উপায় হল: পিসি-চলো-যাই।
২৫. “Exclusionary” ৫টি vowel সমৃদ্ধ এমন একটি শব্দ যার মধ্যে কোন অক্ষরের পূনারাবৃত্তি নাই।
২৬. Rhythm সবচেয়ে দীঘ ইংরেজি শব্দ যার মধ্যে vowel নাই।
২৬. ”study, hijack, nope, deft” শব্দগুলোর প্রথম ৩ টি অক্ষর ক্রমানুসারে আছে।
২৭. “Executive ও Future“ এমন দুটি শব্দ যাদের এক অক্ষর পর পর vowel আছে।
২৮. 80 কে letter marks বলা হয় কারণ:L=12, E=5, T=20, T=20, E=5, R=18 (অক্ষরের
অবস্থানগত সংখ্যা) সুতরাং 12 +5 +20 +20+ 5+18=80.