বাংলাদেশ কারিগরি প্রশিক্ষন কেন্দ্র প্রকল্পের মেয়াদকালীন সময়ের জন্য
নিচের পদসমূহে পূরণের নিমিত্ত সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে সরাসরি নিয়োগের জন্য বাংলাদেশের স্থায়ী নাগরিকদের নিকট হতে অনলাইনে দরখাস্ত আহবান করা যাচ্ছেঃ
পদের নাম ঃ অথিতি প্রশিক্ষক (Road Roller, Crane and Forklift)
পদ সংখ্যা ঃ ০১ জন
যোগ্যতা : এস এস সি পাশ বা সমমান। Heavy Equipment Operations সহ (Road Roller, Crane and Forklift) চালানোর কাজে ৫ বছরের অবিজ্ঞতা থাকতে হবে । হেভী লাইসেন্স এবং দের অগ্রাধিকার প্রদান করা হবে।
বেতন ঃ প্রতি কার্যদিবসে ২০০০/- টাকা
মাসিক ২২ দিন
পদের নাম ঃ সহকারী অথিতি প্রশিক্ষক
পদ সংখ্যা ঃ ০১ জন
যোগ্যতা : এস সসি পাশ বা সমমান । Heavy Equipment Operations সহ (Road Roller, Crane and Forklift) চালানোর কাজে ৩ বছরের অবিজ্ঞতা থাকতে হবে । হেভী লাইসেন্স এবং দের অগ্রাধিকার প্রদান করা হবে।
বেতন ঃ প্রতি কার্যদিবসে ১৫০০/- টাকা
মাসিক ২২ দিন
পদের নাম ঃ অথিতি প্রশিক্ষক (ইংরাজি ভাষা)
পদ সংখ্যা ঃ ০১ জন
যোগ্যতা :
যে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয়/কলেজ থেকে ইংরেজি বিষয়ে মাস্টার্স পাশ বা প্রফেশনাল ইংরেজি শিক্ষক হতে হবে । সংশ্লিষ্ট বিষয়ে ৫ বছরের অবিজ্ঞতা থাকতে হবে।
বেতন ঃ প্রতি কার্যদিবসে ১০০০/- টাকা
১০ দিন
আবেদন শুরু ঃ ০১–১২–২০২০
আবেদন শেষ ঃ ২৪ –১২–২০২০
আবেদন প্রক্রিয়া ঃ
সাদা কাগজে (কম্পিউটার টাইপকৃত) । প্রার্থীর নাম, পিতার/স্বামীর নাম, মাতার নাম, জন্ম তারিখ, বর্তমান (মোবাইল ও ই–মেইলসহ) ঠিকানা, স্থায়ী ঠিকানা, নিজ জেলা, জাতীয়তা, শিক্ষাগত যোগ্যতা ও অবিজ্ঞতা ইত্যাদি ।
উক্ত ঠিকানায় আবেদন পত্র ডাকযোগে/ ব্যাক্তিগতভাবে পৌঁছাতে হবে।
বিস্তারিত জানতে ক্লিক ঃ http://www.ttcbog.gov.bd
কাগজপত্র ঃ
আবেদনপত্রের সাথে গেজেটেড কর্ম-কর্তা কর্তৃক সত্যায়িত, সকল যোগ্যতা ও অবিজ্ঞতা সনদপত্র । সদ্য তোলা ৩ কপি পাসপোর্ট সাইজের ছবি। জাতীয় পরিচয়পত্র/নাগরিকত্ব সনদপত্র/জন্ম নিবন্ধন/পাসপোর্টের কপি সংযুক্ত করতে হবে এবং গেজেটেড কর্ম-কর্তা কর্তৃক সত্যায়িত প্রদত্ত চারিত্রিক সনদপত্র সংযুক্ত করতে হবে ।
আবেদন করতে ক্লিক করুন এখানে ঃ আবেদন
আমাদের ওয়েবসাইটে আরো বিভিন্ন চাকরির খোজ-খবর জানতে এবং নিয়োগের পরিক্ষায় অংশগ্রহনে নিজের অনুশীলন করতে ভিজিট করতে ক্লিক করুন ঃ মডেল টেস্ট