Bangla ClassesGeneral Knowledge

প্রাচীন বাংলায় আগমনকারী প্রথম বিখ্যাত পর্যটক ও তাদের জীবনী

বাংলায় আগমনকারী বিখ্যাত পর্যটক

প্রাচীন বাংলার অনেক সমৃদ্ধ ইতিহাস  পর্যালোচনা করলে  আমরা দেখতে পাই বাংলার প্রাকৃতিক রুপের আকর্ষণে মুগ্ধ হয়ে পৃথিবীর নানা প্রান্ত থেকে মানুষ বিভিন্ন সময়ে এই বাংলায় ছুটে এসেছেন এবং তার সৌন্দর্যে আকৃষ্ট হয়েছেন।

মেগাস্থিনিসঃ

  • মেগাস্থিনিস খ্রিঃ পূঃ ৩৫০ অব্দে এশিয়া মাইনরে জন্মগ্রহণ করেন।
  • গ্রিস থেকে পূঃ ৩০২ অব্দে ভারতে আসেন।
  • চন্দ্রগুপ্ত- মৌর্য সময়কালে ভারতে আসেন।
  • তিনি ছিলেন বিখ্যাত পর্যটক ও ভূগোলবিদ।
  • ভারত ও মৌর্য শাসন নিয়ে লিখেন বিখ্যাত গ্রন্থ ‘ ইন্ডিকা’।

ফা-হিয়েনঃ

  • চীন থেকে ভারত তথা বাংলায় আসা প্রথম পর্যটক।
  • দ্বিতীয় চন্দ্রগুপ্তের আমলে ভারতে আসেন।
  • বৌদ্ধ ধর্মের মূলমন্ত্র শিক্ষা ও তীর্থ দর্শনের উদ্দেশ্যে ভারতে আসেন।
  • বিখ্যাত গ্রন্থ ‘ফো-কুয়ো-কিং’

হিউয়েন সাংঃ

  • চৈনিক বৌদ্ধ তীর্থযাত্রী হিউয়েন সাং ৬০৩ খ্রিষ্টাব্দে চীনের হেনান প্রদেশে জন্মগ্রহণ করেন।
  • চীন থেকে আসা পর্যটক, বৌদ্ধ ভিক্ষুক, পন্ডিত ও অনুবাদক।
  • ভারতবর্ষে আসেন হর্ষ বর্ধনের আমলে ৬৩০ খ্রিষ্টাব্দে।
  • হিউয়েন সাং এর দীক্ষাগুরু ছিলেন শীলভদ্র।
  • বিখ্যাত গ্রন্থ ‘ সিদ্ধিগ্রন্থ’

মা-হুয়ানঃ

  • চীনা পর্যটক।
  • মুসলিম পর্যটক।
  • গিয়াস উদ্দীন আজম শাহের সময়কালে বাংলায় আসেন।

আরো বিস্তারিত জানতে ভিজিট করুনঃ এখানে

যারা নিয়মিত আমাদের পোস্ট পেতে চান তারা আমাদের সাইটে নিবন্ধন করুন। সহজে পোস্ট করতে আমাদের ফেসবুক পেজে লাইক দিন।

ফেসবুক পেইজ

শেয়ার করে অন্যকে জানার সুযোগ করে দিন।