বাংলাদেশ ডাক বিভাগে চাকরি
জেনারেল মেনেজার, ডাক জীবন বীমা , পশিমাঞ্ঝল , রংপুর সার্কেলের অধিনস্ত (ক) জেনারেল মেনেজার, ডাক জীবন বীমা , পশিমাঞ্ঝল , রংপুর। (খ) ডাক জীবন বীমা, আঞ্ঝলিক অফিস , খুলনা (গ)ডাক জীবন বীমা, আঞ্ঝলিক অফিস , রাজশাহী (ঘ) সহকারি জেনারেল ম্যানেজার (ফিল্ড) ,ডাক জীবন বীমা, দিনাজপুর, রংপুর ,রাজশাহী ,যশোর ,ফরিদপুর , বরিশাল, ও খুলনা অফিস সমূহে সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে নিন্ম বর্ণিত পদে বাংলাদেশ ডাক বিভাগের নিয়োগ বিধিমালা প্রকাশ করা হয়েছে।
নিম্নবর্ণিত পদে নিয়োগের লক্ষ্যে বাংলাদেশের স্থায়ী নাগরিকদের নিকট হতে নিচের অনলাইনে আবেদন আহবান করা যাচ্ছে ।
আগ্রহী প্রার্থীরা আবেদম করতে নিচে বিস্তারিত দেখুন।
আবেদনের নিয়মঃ
আগ্রহী প্রার্থীরা ওয়েবসাইট থেকে আবেদনপত্র পূরণ করে আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত জমা দিতে পারবেন।
আবেদন শুরু ঃ ১/০৯/২০২১
আবেদন শেষ ঃ ৩০/০৯/২০২১
jibon bimaআবেদনের যোগ্যতা :
প্রতিটি পদে আবেদনের জন্য আবেদনের যোগ্যতা, অভিজ্ঞতা ও বয়সসীমা আলাদা আলাদা। পদভেদে আবেদনের যোগ্যতা, অভিজ্ঞতা ও বয়সসীমার শর্তাবলি জানা যাবে বিজ্ঞপ্তিতে।
বিস্তারিত জানতে কিল্ক করুনঃ বিস্তারিত
চাকরি আবেদনের বয়সঃ প্রার্থীর বয়স ২৫ মার্চে ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। তবে মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে বয়স ৩২ বছর।আবেদন করতে ভিজিট করুন এখানে ঃ আবেদন
আরো বিস্তারিত জানতে এবং নতুন নতুন চাকরির খবর পাওয়ার জন্য ভিজিট করুন এই সাইটে ঃ http://Jobcenterbd.comআমাদের ওয়েবসাইটে আরো বিভিন্ন চাকরির খোজ-খবর জানতে এবং নিয়োগের পরিক্ষায় অংশগ্রহনে নিজের অনুশীলন করতে ভিজিট করতে ক্লিক করুন ঃ মডেল টেস্ট