** আগামী ২৬ জানুয়ারি ২০২০ থেকে ৩০ জুন ২০২০ তারিখ পর্যন্ত বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে (পুরুষ ) লোক ভর্তি কার্যকর হবে এবং মহিলাদের ক্ষেত্রে জুলাই ২০২০ পর্বে কার্যক্রম চালু হবে।
## তথ্যবলী জেনে নিনঃ
১। যোগ্যতা ঃ
ক। সাধারণ ট্রেড (জিডি),বিএনসিসি (BNCC)এবং সেনাসন্তান-পুরুষ ।
১) বয়স -২৪ জানুয়ারি ২০২১ তারিখে ১৭বছর এর কম এবং ২০ বছরের বেশি না ।
২) শিক্ষাগত যোগ্যতা – এসএসসি/ সমমান ( মাদ্রাসা/কারিগরি/উন্মক্ত) পরীক্ষায় জিপিএ-৩.০০ পেয়ে উত্তীণ।
খ। শারীরিক মান- পুরুষ ।
১) উচ্চতা – ১,৬৮ মিটার (৫ ফুট ৬ ইঞ্চি) বিভিন্ন ক্ষুদ্রু নৃ–গোষ্ঠী ও সম্প্রদায় ব্যতিত। বিভিন্ন ক্ষুদ্রু নৃ–গোষ্ঠীর ও সম্প্রদায়ের জন্য ১.৬৩ মিটার (৫ ফুট ৪ ইঞ্চি)
২) ওজন- ৪৯.৯০ কেজি(১১০ পাউন্ড)
৩) বুক- স্বাভাবিক ০.৭৬ মিটার (৩০ ইঞ্চি)
স্ফীত ০.৮১ মিটার (৩২ ইঞ্চি)
গ। স্বাস্থ্য পরীক্ষা – স্বাস্থ্য পরীক্ষায় যোগ্য ।
ঘ। বৈবাহিক অবস্থা – অবিবাহিত (বিপত্নীক/ বিবাহ বিচ্চেদকারী নয় )। ঙ। সাঁতার – সাঁতার জানা আব্যশিক (৫০ মিটার )।
২। ভর্তির সময় যা করনীয়ঃ
ক) শিক্ষাগত যোগ্যতার মূল সনদপত্র /মার্ক শিট । ফটোকপি হলে সত্যায়িত হতে হবে । তবে পরএ মূল সনদ দেখাতে হবে।
খ) সংশ্লিষট শিক্ষা প্রতিসটানের প্রধান কর্তৃক দেয়া স্থায়ী ঠিকানা ও জন্ম তারিখ সম্বলিত মূল প্রশংসাপত্র ।
গ) অভিভাবকের সম্মতি সূচক সনদ পত্র যা চেয়ারম্যান কর্তৃক সত্যায়িত হতে হবে।
ঘ) এস এস সি /এইচ এস সি পরীক্ষার প্রবেশপত্র ।
ঙ) চেয়ারম্যান কর্তৃক দেয়া জন্মসূত্রে নাগরিকত্ব ,চারিত্রিক সনদপত্রের মূল কপি।
চ) নিজ জন্ম নিব্বন্দন সনদ এবং পিতা মাতা এর জাতিয় পরিচয়পত্র/স্মার্ট কার্ড এর সত্যায়িত ফটোকপি এবং নিজের যদি থাকে ।
ছ)সদ্য তোলা পাসপোর্ট সাইজের (৫ সেঃমিঃ * ৪সেঃমিঃ)০৬ কপি এবং ষ্ট্যাম্প সাইজের (২.৫সেঃমি * ২ সেঃমিঃ)০২ কপি সত্যায়িত ছবি ।ছবির পটভূমি নিল/আকাশি রঙের ,পরিধেয় পোশাক হালকা রং হতে হবে।
জ) সাঁতার পরীক্ষা দেয়ার জন্য প্রয়োজনীয় পোশাক।
ঝ) লিখিত পরীক্ষার জন্য কলম, জ্যামিতি বক্স,পেন্সিল,স্কেল ও ক্লিপবোর্ড ইত্যাদি।
ঞ) উপজাতিদের ক্ষেত্রে ,উপজাতি প্রমাণ স্বরূপ তাদের রাজা/উপজাতি প্রধাণ/সিটি কর্পোরেশন / ইউপি চেয়ারম্যান এর সনদপত্র ।
৩। নির্বাচন পদ্ধতিঃ লিখিত পরীক্ষা (বাংলা,ইংরেজি,গণিত,সাধারণ জ্ঞান ও বুদ্ধিমত্তা), স্বাস্থ্য পরীক্ষা ও সাক্ষাৎকারের মাধ্যমে যোগ্য পাথী নির্বাচন করা হবে।
৪। প্রশিক্ষণ ঃ সেনাসদরের স্বিধান্ত অনুযায়ী ০৬ মাস হতে ০১ বছর মেয়াদী মৌলিক সাময়িক প্রশিক্ষণ গ্রহণ করতে হবে।
৫। আবেদনঃ একজন প্রাথী যোগ্যতা অনুযায়ী সাধারণ (জিডি),বিএনসি সি এবং সেনাসন্তানসহ সকল ক্ষেত্রে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। প্রতি আবেদনের অনুকূলে ভর্তি পরীক্ষার ফি বাবদ -২০০/- টাকা কর্তন করা হবে।
৬। নিচে যারা আবেদন করতে পারবেন না।
ক) সরকারি চাকুরী হতে বরখাস্ত কৃত।
খ) ফৌজদারি মামলায় জড়িত ।
গ) সামরিক প্রশিক্ষণ প্রতিস্তান হতে বরখাস্ত কৃত।ঘ) মামলা চলমান/বিচারাধীন থাকলে।