শেষ সময়ে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার বিশেষ প্রস্তুতি

জবসেন্টারবিডি থেকে আপনাদের শুভেচ্ছা।

আমরা আয়োজন করেছি মডেল টেস্ট পোগ্রাম তাদের জন্য যারা নিজেদের সেরা শিক্ষক হিসেবে নিয়োজিত করতে চান শিক্ষা ক্ষেত্রে ।

তাই  আমরা সাজিয়েছি আমাদের মডেল টেস্ট পোগ্রাম আপনাদের জন্য আজকে মডেল টেস্ট .

Connected in our model test program and keep yourself one step ahead.

Primary Teacher Test Exam 2023

1 / 80

অন্তঃক্ষরা গ্রন্থি থেকে নিঃসৃত হয় কোনটি ?

2 / 80

বাংলাদেশের জাতীয় পতাকার দৈর্ঘ্য,প্রস্থ এবং মাঝের লালবৃত্ত ব্যার্সার্ধের অনুপাত যথাক্রমে –

3 / 80

গ্রাউন্ড জিরো কোনটির সাথে সম্পৃত্ত-

4 / 80

অদ্যবধি বাংলাদেশকে স্বীকৃতিদানকারী দেশের সংখ্যা কতটি?

5 / 80

সংবিধানের কোন অনুচ্ছেদে অনুপার্জিত আয় সম্পর্কে বলা আছে?

6 / 80

বাংলাদেশ দলের জার্সি গায়ে সবচেয়ে বেশি আন্তর্জাতিক ম্যাচ খেলেছে কোন ক্রিকেটার?

7 / 80

বাংলাদেশ সিকিউরিটি প্রিন্টিং প্রেস কোথায় অবস্থিত?

8 / 80

কৃষিক্ষেত্রে রবি মৌসুম কোনটি?

9 / 80

বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ কোনটি ?

10 / 80

স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে চরমপত্র পাঠ করতেন –

11 / 80

(a-b),(a2-ab),(a2-b2) এর ল.সা.গু. নিচের কোনটি ?

12 / 80

আবদুল্লাহ প্রতি ডজন কলা ২১টাকা দরে ১৫ ডজন এবং ১৪ টাকা দরে ২০ডজন ক্রয় করে ।প্রতি ডজন কলা কি দামে বিক্রয় করলে গড়ে তার ডজন প্রতি ৫ টাকা লাভ হবে ?

13 / 80

৭ এর গুনিতকের সেট কোন ধরনের সেট?

14 / 80

-১ থেকে কত বিয়োগ করলে বিয়োগ ফল শূন্য হবে?

15 / 80

দাঁড় বেয়ে একটি নৌকা স্রোতের অনুকূলে ঘণ্টায় যায় ১৫ কিমি এবং স্রোতের প্রতিকূলে ঘণ্টায় যায় ৫ কিমি। স্রোতের গতিবেগ কত?

16 / 80

দুই বছর আগে বাবার বয়স পুত্রের বয়সের ১৪ গুন। যদি ২ বছর পরে বাবার বয়স পুত্রের বয়সের চেয়ে ২৬ বছর বেশি হয়, তবে বাবা ও পুত্রের বর্তমান বয়সের অনুপাত কত?

17 / 80

বৃত্তস্থ সামান্তরিক একটি ______________

18 / 80

কোনো স্থানের সময় দুপুর ১২ টা হলে, তার ৫ ডিগ্রি পশ্চিমের স্থানের সময় কত হবে?

19 / 80

কোনো বছরে একটি গ্রামের লোক সংখ্যা ১২% বাড়ে। বছরের শেষে লোক সংখ্যা ৩৩৬০ হলে, লোক সংখ্যা বছরের শুরুতে কত ছিল?

20 / 80

৫৫০ গ্রামের একটি কেক বানাতে চিনির দ্বিগুন পরিমাণ ময়দা এবং কিশমিশের দেরগুন পরিমাণ চিনি লাগলে, ময়দা কতটুকু লাগবে?

21 / 80

A reward has been announced for the employees who – hard .

22 / 80

Identify singular number :

23 / 80

Who is the modern philosopher who was awarded Novel Prize for literature ?

24 / 80

which of the following is the oldest news agency of the world ?

25 / 80

What kind of noun is ' river'?

26 / 80

The story of' Moby Dick'.

27 / 80

Cattle ---- in the village.

28 / 80

The officer has stayed away from ------- populism such as raising the income tax exemption limit.

29 / 80

You said," He was there."

30 / 80

You and he were seen by us.

31 / 80

’র্সাবভৌম’ শব্দের সঠিক বিচ্ছেদ কোনটি ?

32 / 80

’নাটিক ‘ কোন অর্থে স্ত্রীবাচক শব্দ ?

33 / 80

“সব ঝিনুকে মুক্তা মিলে না “ এই বাক্যে ‘ঝিনুকে ‘শব্দটি কোন কারকে কোন বিভক্তি ?

34 / 80

সর্বাঙ্গে ব্যাথা ’ ঔষধ দিব কোথা’ – এখানে ‘সর্বাঙ্গে ‘শব্দটি কোন কারকে কোন বিভক্তি -?

35 / 80

‘সংবিধান’ শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি ?

36 / 80

যার জ্যোতি বেশক্ষণ স্থায়ি হয় না , তাকে বলে-

37 / 80

লোকসাহিত্য কাকে বলে ?

38 / 80

বাংলাদেশের প্রথম অস্থায়ী প্রেসিডেন্ট কে ছিলেন ?

39 / 80

‘চাষাভুষার কাব্য’ কার সাহিত্য ?

40 / 80

What of noun the word ‘Chemistry ‘ is

41 / 80

২, ৩, ১, ৪, ...... ধারাটির নবম পদ হবে _________

 

42 / 80

আয়তাকার একটি ক্ষেত্রের প্রস্থ অপেক্ষা  দৈর্ঘ্য মিটার বড় এবং ক্ষেত্রটির পরিসীমা ১৩৬ মিটার হলে ক্ষেত্রটির দৈর্ঘ্য ও প্রস্থ কত?

43 / 80

৫, ১১, ১৯, ২৯, ......... ধারার পরের সংখ্যা কত?

44 / 80

৯০ কোন সংখ্যার ৭৫%?

45 / 80

পিতা ও দুই সন্তানের গড় বয়স ৩০ বছর। দুই সন্তানের বয়সের গড় ২০ বছর হলে, পিতার বয়স কত?

46 / 80

২ থেকে শুরু করে পর পর ৫ জোড় সংখ্যার গড় কত হবে?

47 / 80

টাকায় ৬টা ক্রয় করে টাকায় কয়টা বিক্রয় করলে ২০% লাভ হবে?

48 / 80

১৫০.০০ টাকা দিয়ে একটি জিনিস ক্রয় করে কত টাকা বিক্রয় করলে ৩০% লাভ হবে?

49 / 80

একটি পরীক্ষায় ৭৫ টি প্রশ্ন ছিল। রহিম ৬০ টি প্রশ্নের শুদ্ধ উত্তর দিয়েছে। সে শতকরা কতটি প্রশ্নের শুদ্ধউত্তর দিয়েছে?

50 / 80

কমিশনের হার ২.৫০ টাকা হলে ২০০০ টাকা মুল্যের জিনিস বিক্রয় করে কত কমিশন পাওয়া যাবে?

51 / 80

১৯৭০ সালের সাধারণ নির্বাচনে আওয়ামী লীগ জাতীয় পরিষদে মােট কয়টি আসন লাভ করে?

52 / 80

‘বঙ্গভঙ্গ’ কি ধরনের সংস্কার ছিল?

53 / 80

জাতীয় টিকাদান কর্মসূচিতে মােট কয়টি প্রতিষেধক টিকা দেওয়া হয়?

54 / 80

স্বাধীন বাংলাদেশের জাতীয় সংসদে প্রথম স্পিকার কে ছিলেন?

 

55 / 80

বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা-২০২০ অনুযায়ী, প্রতি ১০০০ জনে স্থূল জন্মহার কত?

56 / 80

বাংলাদেশের ৪র্থ ভৌগােলিক নিদের্শক (GI) পণ্য কোনটি?

57 / 80

বাংলাদেশে EPZ-এর কার্যক্রম শুরু হয় কোন সালে?

58 / 80

বাংলাদেশের সংবিধানে মৌলিক অধিকার সম্পর্কিত কয়টি আর্টিকেল আছে?
৭,১৭,১৮*,১৫

59 / 80

সত্য মামলা আগরতলা' বইটির লেখক কে?

60 / 80

তারেক মাসুদ নির্মিত ‘আদম সুরত’ চলচ্চিত্রটি কোন শিল্পীর জীবন নিয়ে নির্মিত?

61 / 80

'By and large' means?

62 / 80

Alexander Pope's'Essay on Man' is a __

63 / 80

Francis Bacon is an illustrious --

64 / 80

The committee --- already reached the decision.

65 / 80

'Paradise Lost' attempted to--

66 / 80

The antonym for ' slothful' is ---

67 / 80

The synonym for 'Panoramic' is ----

68 / 80

'He prayeth best, who loveth best.'--

 

69 / 80

'I_ to  meet you ever since I read your  first novel '

70 / 80

1 .  'De facto'  means --

71 / 80

'কুহেলি উত্তরী' বলতে কি বুঝায়?

72 / 80

'বিশ্বাসের পাথরে যেন খোদাই সে চোখ'। কার চোখ ?

73 / 80

'জাদুঘর' কোন ধরনের শক্তিশালী সংগঠন?

74 / 80

'মন্দ নয় হে। খাঁটি সোনা বটে' ! কার উক্তি?

75 / 80

'মার্জার' শব্দের অর্থ কি?

76 / 80

'চাষার দুক্ষু' রচনায় 'অখাল' শব্দের অর্থ কী?

77 / 80

'আহব্বান' গল্পের বুড়ির স্বামী কোন পেশায় নিয়োজিত ছিল?

78 / 80

'চার্বাক' কে ছিলেন?

79 / 80

'ঐক্যতান' কবিতাটি প্রথম কোন কবিতায় প্রকাশিত হয়?

80 / 80

'বিভীষণের প্রতি মেঘনাদ কোন ছন্দে লেখা?

Your score is

The average score is 38%

0%

ফেইসবুকে বিভিন্ন সরকারি, বেসরকারি চাকরির  আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন

 অফিশিয়াল ফেইসবুক পেইজ এবং অফিশিয়াল ফেইসবুক গ্রুপে এবং লাইক, শেয়ার করুন।

যারা পূর্ববর্তী মডেল টেস্ট পরীক্ষা দেন নি। তারা নিচে পরীক্ষা দিতে পারেন।

মডেল টেস্ট প্রোগ্রামে অংশগ্রহণ করুন এবং আমাদের সাথে থাকুন:

মডেল টেস্ট:

আপনার মাধ্যমে অন্যদেরকে জানাতে এবং আবেদন করতে শেয়ার করুন আপনার সামাজিক মাধ্যমগুলোতে।