সাধারণ বীমা করপোরেশনের অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিকেরপরীক্ষার সময়সূচি ও পরীক্ষাকেন্দ্র প্রকাশ
সাধারণ বীমা করপোরেশনের অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিকের এমসিকিউ পরীক্ষার সময়সূচি ও কেন্দ্রের তালিকা প্রকাশ করা হয়েছে।
অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিকের এমসিকিউ পরীক্ষা ২০ নভেম্বর বেলা তিনটায় অনুষ্ঠিত হবে।
রাজধানীর আটটি শিক্ষাপ্রতিষ্ঠানে এ পরীক্ষা নেওয়া হবে।
এ পদে মোট পরীক্ষার্থী ১৬ হাজার ৮২৫ জন।
যেসব প্রার্থীর প্রবেশপত্রে পরীক্ষাকেন্দ্র হিসেবে টিকাটুলী কামরুন্নেসা সরকারি বালিকা উচ্চবিদ্যালয় এবং বাংলাবাজার সরকারি বালিকা উচ্চবিদ্যালয় উল্লেখ রয়েছে,
তাঁদের পরিবর্তিত পরীক্ষাকেন্দ্র হবে কে এল জুবিলী স্কুল অ্যান্ড কলেজ, বাংলাবাজার, ঢাকা।
প্রবেশপত্র ছাড়া কোনো প্রার্থীকে পরীক্ষাকেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হবে না।