৩০ মার্চ , আদো ও কি খুলবে শিক্ষা- প্রতিষ্ঠান ! দ্বিধায় শিক্ষার্থীরা
করোনাভাইরাসের সংক্রমণের কারণে বন্ধ থাকা শিক্ষাপ্রতিষ্ঠান খোলার বিষয়ে আগামী ৩০ মার্চের মধ্যে খোলার কথা । কিন্তু আদো কি খুলছে শিক্ষাপ্রতিষ্ঠান।
আবার ফের বাড়ছে করোনা সংক্রমনের হার । যার কারনে শিক্ষার্থীরা বিষণ চিন্তার মধ্যেই কাটাচ্ছে দিন। শিক্ষার্থীদের আগ্রহ সকল শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া হউক ।
কারন স্কুল, কলেজ বন্ধ থাকায় তাদের পড়ালেখায় অনেক ক্ষতি হচ্ছে। সৃষ্টি হচ্ছে সেশন- জট । বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের পরিক্ষা ও হচ্ছে ঠিকমত । যার কারণে পড়ালেখায় ঘাটতি থেকে যাচ্ছে অনেক।
শিক্ষার্থী, শিক্ষক ও কর্মচারীদের নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করতে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে খুলে দিচ্ছে না সরকার।
এমত-অবস্থায় সবখানে নিরাপত্তার জন্য সবাইকে মাস্ক পড়তে , এবং নিয়ম মেনে চলার জন্য কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে।
তাই আর বিস্তারিত জানতে আমাদের সাথেই থাকুন সবসময় এবং ভিজিট করুন ঃ jobcenterbd.com
If you want all government jobs in Bangladesh 2021 to visit our website regularly, visit and follow everyday.
Keep connected with us as well as like our Facebook Page and Join with Facebook Group.
Thanks for stay with us.