কারক মনে রাখার বিভিন্ন কৌশল

  • প্রশ্ন , “কে ” বা ‘কারা ‘

কর্তা” বাবু দেবে সাড়া ।

প্রশ্ন কর , ” কি” বা “কাকে”

উত্তর দিবে “কর্ম” তাকে ।

“কি দিয়ে” আর “কিসের দ্বারা “

করণ কারক ” দেবে সাড়া।

‘কর্ম’ যদি পায় গো দান,

তবেই হবে “সম্প্রদান” ।

” কোথা হতে ” প্রশ্ন কর,

“অপাদান কারক” দেবে সারা।

“কবে, কোথায় আর কখন”

তবেই হবে “অধিকরণ “।