ঘর সাজুক ফুলে ফুলে, আপনার ড্রয়িংরোম আকর্ষণীয় করতে চান!

তাহলে নিচে দেখুন কিভাবে ……

বানানোর জন্য যা লাগবেঃটিস্যু পেপার (বেগুনি,নীল,লাল,সবুজ,কমলা)আপনার পছন্দ মত,কাচি,সুতা,পাইপ ক্লিনার বা তার।

কিভাবে তৈরি করবেনঃ

টিস্যু পেপার দিয়ে ফুল বানানোর জন্য প্রথমে ৫ টি ভিন্ন রঙের টিস্যু পেপার নিয়ে তা ৭ ইঞ্চি * ১২ ইঞ্চি আকারে কাটতে হবে। এবার ছবিতে দেখানো নিয়মে লম্বা কাগজটিকে চিকন করে কয়েকটি ভাজ দিয়ে নিতে হবে। এবার ভাজ করা কাগজের দুই প্রান্ত গোল করে কেটে নিন।

তারপর পাইপ ক্লিনার বা তার নিয়ে তা কাগজের মাঝ বরাবর আটকে দিন। এবার ভাজ করে কাগজগোলো দুইটি

অংশ আলাদা করুন। খেয়াল রাখতে হবে,কাগজ যেন ছিড়ে না যায়। এখন ফুলের প্রতিটি পাপড়ি মেলে ধরতে হবে যেন তা দেখতে বড় সুন্দর ডালিয়া ফুলের মত দেখায় ।

এভাবে বাকি চারটি কাগজ দিয়েও বানিয়ে নিন আর আপনার ঘরের পছন্দের জায়গায় সাজিয়ে রাখুন ফুলগুলো।

দেখবেন, আশেপাশে থাকা এত রঙিন ফুল ঘরকে কি সুন্দরই না লাগছে…।।