সাম্প্রতিক সময়ে বিভিন্ন নিয়োগের পরীক্ষায় আসা ১০০ টি MCQ প্রশ্ন ও উত্তর

 

১।  তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধানের কততম সংশোধনীর মাধ্যমে রদ করা হয়েছে?

উত্তরঃ ১৫

২। বাংলাদেশের জাতীয় সংসদ কয় কক্ষ বিশিষ্ট?

উত্তরঃ এক কক্ষ

৩। ভারতের কতটি ‘ছিটমহল’ বাংলাদেশের ভৌগোলিক সীমায় অন্তর্ভুক্ত হয়েছে?

উত্তরঃ ১১১টি

৪। বাংলাদেশের ভৌগলিক অবস্থান কোনটি?

উত্তরঃ ৮৮০ ০১’ ৯২০-৪১’ দক্ষিণ পূর্ব দ্রাঘিমাংশে

৫। বাংলাদেশের প্রথম আদমশুমারী অনুষ্ঠিত হয় কবে?

উত্তরঃ ১৯৭৪ সাল

৬। বাংলাভাষাকে পাকিস্তান গণপরিষদ কোন তারিখে অন্যতম রাষ্ট্রভাষা হিসাবে স্বীকৃতি দেয়?

উত্তরঃ ১৬ ফেব্রুয়ারী ১৯৫৬

৭। মুক্তিযুদ্ধকালীন কোন তারিখে বুদ্ধিজীবীদের ওপর ব্যাপক হত্যাকান্ড সংঘটিত হয়?

উত্তরঃ ১৪ ডিসেম্বর ১৯৭১

৮। বাঙ্গালী জাতির প্রধান অংশ কোন মূল জাতিগোষ্ঠীর অন্তর্ভুক্ত?

উত্তরঃ অস্ট্রিক

৯। বাংলার সর্ব প্রাচীন জনপদের নাম কি?

উত্তরঃ পুন্ড্র

১০। বাংলা (দেশ ও ভাষা) নামের উৎপত্তির বিষয়টি কোন গ্রন্থে সর্বাধিক উল্লেখিত হয়েছে?

উত্তরঃ আইন-ই-আকবরী

১১। বাংলাদেশের রোপা আমন ধান কাটা হয়-

উত্তরঃ অগ্রহায়ণ-পৌষ মাসে

১২। সুন্দরবন-এর কত শতাংশ বাংলাদেশের ভৌগোলিক সীমার মধ্যে পড়েছে?

উত্তরঃ ৬২%

১৩। MDG –এর অন্যতম লক্ষ্য কি?

উত্তরঃ ক্ষুধা ও দারিদ্র দূর করা

১৪। কোন উপজাতি বা ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ধর্ম ইসলাম?

উত্তরঃ পাঙন

১৫. ঢাকার ‘ধোলাই খাল কে খনন করেন ? ইসলাম খান

১৬। বাংলাদেশের স্বীকৃতি দানকারী প্রথম ইউরোপের দেশঃ

উত্তরঃ পূর্ব জার্মানি

১৭। বাংলাদেশের বৃহত্তর জেলা কতটি?

উত্তরঃ ১৯টি

১৮। ‘শুভলং’ ঝরণা কোন জেলায় অবস্থিত?

উত্তরঃ রাঙামাটি

১৯। বাংলাদেশের ঊষনতম স্থানের নাম কি?

উত্তরঃ লালপুর, নাটোর

২০। বাংলাদেশের জাতীয় পতাকা কত সালে গৃহীত হয়?

উত্তরঃ ১৭ জানুয়ারী ১৯৭২

২১। জাতিসংঘ কোন বছর প্রতিষ্ঠিত হয়?

উত্তরঃ ১৯৪৫

২২। আলেপ্পো শহরটি কোথায় অবস্থিত।

উত্তরঃ সিরিয়া

২৩। মাদার তেরেসা কোন দেশে জন্মগ্রহণ করেন?

উত্তরঃ আলবেনিয়া

২৪। জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (UNDP) শীর্ষ পদটি কি?

উত্তরঃ প্রশাসক

২৫। জলবায়ু পরিবর্তন মোকাবেলায় Green Climate Fund বিশ্বের দরিদ্র দেশগুলোর জন্য কি পরিমাণ অর্থ মঞ্জুর করেছে।

উত্তরঃ ১০০ বিলিয়ন ডলার

২৬। কোন সঙ্কটকে কেন্দ্র করে ১৯৫০ সালের “শান্তি ঐক্য প্রস্তাব” জাতিসংঘের মাধ্যমে পেশ করা হয়?

উত্তরঃ কোরিয়া সংকট

২৭। সুয়েজ খাল কোন বৎসর চালু হয়?

উত্তরঃ ১৮৬৯

২৮। নিম্মলিখিত কোনটি International mother Earthday?

উত্তরঃ ২২ এপ্রিল

২৯. প্রেসিডেন্ট-উইন্ড উইলসনের 14 points এ কত নম্বর point এ জাতিপুঞ্জের সৃষ্টির কথা উল্লেখ করা হয়েছে।

উত্তরঃ ১8

৩০/যুক্তরাষ্ট্রে কবে একক ভাবে ABM (Anti-Ballistic Missile) চুক্তি থেকে নিজেকে প্রত্যাহার করে?

উত্তরঃ জুন ২০০২

৩১. 1+3+5+ ——-+ 2x-1 কত?

উত্তরঃ x2

৩২. log√381 কত?

উত্তরঃ 8

৩৩. A = {x: x মৌলিক সংখ্যা এবং x≤5 } হলে P(A)

উত্তরঃ 8

৩৪. যদি (25)2x+3 = 53x+6 হয়, তবে x=কত?

উত্তরঃ 0

৩৫. একটি বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য 4√2 হলে, ঐ বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত বর্গ একক?

উত্তরঃ 16

৩৬. চিত্র অনুসারে ০ কেন্দ্র বিশিষ্ট ABC, y=112, ,x=?

Ans. 34

৩৭. ত্রিভুজ ABC এ a=40, b=70 হলে, ABC কি ধরনের ত্রিভুজ?

উত্তরঃ সমদ্বিবাহু

৩৮. 12টি পুস্তক থেকে 5 টি কত প্রকারে বাছাই কড়া যায় যেখানে ২টি পুস্তক সর্বদাই অন্তর্ভুক্ত থাকবে?

উত্তরঃ 120

৩৯. আবহাওয়া অফিসের রিপোর্ট অনুযায়ী ২০১৫ সালেরজুলাই মাসের দ্বিতীয় সপ্তাহে বৃষ্টি হয়েছে মোট 5 দিন। ঐ সপ্তাহে বুধবার বৃষ্টি না হওয়ার সম্ভাবনা কত?

উত্তরঃ 2/7

৪০. x2 + y2 = 185, x-y= 3 এর একটি সমাধান হলঃ

উত্তরঃ (11,8)

৪১.‘Elegy wrote in a country churchyard’ is written by-

উত্তরঃ Thomas Gray

৪২. John Smith is good ___ Mathematics. (Fill in the gap)

উত্তরঃ at

৪৩. Which of the followings books is written by Thomas Hardy?

উত্তরঃ The Return of the Native

৪৪. He insisted __ there. (Fill in the gap)

উত্তরঃ on my going

৪৫. The idiom ‘A-stitch is timed saves nine’ – refers to the importance of-

উত্তরঃ timely action

৪৬. “Frailty thy name is a woman”___ is a famous dialogue from.

উত্তরঃ W. Shakespeare

৪৭. The poem ‘The Solitary Reaper’ is written by-

উত্তরঃ W. Wordsworth

৪৮. The teacher said, “The earth __ round the sun.”

উত্তরঃ moves

৪৯. The romantic age in English literature began with the publication of ___.

উত্তরঃ Preface to Lyrical Ballads

৫০. Who is known as “the poet of nature” in English literature?

উত্তরঃ Williams Words Worth

৫১.মুসলিম সাহিত্য সমাজ কত সালে প্রতিষ্টিত হয়?

উত্তরঃ ১৯২৬ সালে

৫২.দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয় কখন?

উত্তরঃ ১৯৩৯ সালে

৫৩.বঙ্গবন্দুর স্বদেশ প্রত্যাবর্তন কবে হয়?

উত্তরঃ ১৯৭২ সালে

৫৪.কোপেন হেগেন কোন দেশের রাজধানী?

উত্তরঃ ডেনমার্ক

৫৫.পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি হয় কখন?

উত্তরঃ ১৯৯৭ সালে

৫৬.বাংলাদেশের জাতিসংঘে যোগদান করে?

উত্তরঃ ১৯৭৪ সালে

৫৭.দক্ষিণ আফ্রিকার রাজধানীর নাম কি?

উত্তরঃ কেপ্টাউন

৫৮.থিম্বু কোন দেশের রাজধানী?

উত্তরঃ ভুটান

৫৯.সুইজারল্যান্ডের প্রাচীন নাম কি?

উত্তরঃ হেল্ভেটিয়া

৬০.বাংলাদেশ ও মায়ানমার কোন নদী দ্বারা বিভক্ত?

উত্তরঃ নাফ নদী

৬১.‘আমি যাব , কাল যাব’। – এটি কন ধরণের বাক্য?

উত্তরঃ যৌগিক বাক্য

৬২.‘সকল শিক্ষকগণ আজ উপস্থিত’ – বাক্যটি কোন দোষে দুষ্ঠ?

উত্তরঃ বাহুল্য দোষ

৬৩.কাজী নজরুল ইসলামের কাব্যগ্রন্থ কোনটি?

উত্তরঃ ছায়ানট

৬৪.ওয়ারি – বটেশ্বর কোথায় অবস্থিত?

উত্তরঃ নরসিংদী

৬৫.কোনটি খাঁটি বাংলা শব্দ ?

উত্তরঃ ইতি

৬৬.সমাসের প্রক্রিয়ায় সমাস নিষ্পন্ন পদটির নাম কি?

উত্তরঃ সমস্ত পদ

৬৭‘কুহক’ এর স্ত্রী বাচক শব্দ?

উত্তরঃ কুহকিনী

৬৮চলিত শব্দ কোনটি?

উত্তরঃ বললেন

৬৯.‘কাকনিদ্রা’ শব্দের অর্থ?

উত্তরঃ অগভীর সতর্ক নিদ্রা

৭০.‘ অসমাপ্ত আত্নজীবনী ‘ গ্রন্থের ইংরেজি অনুবাদক কে?

উত্তরঃ প্রফেসর ফক্রুল ইসলাম

৭১.নির্মাণাধীন পদ্মা নদীতে সেতুর দৈর্ঘ্য কত কিলোমিটার?

উত্তরঃ ৬.১৫ কি.মি.

৭২.কোনটি অপারেটিং সিস্টেম নয় ?

উত্তরঃ এমএস ওয়ার্ড

৭৩.মাদার তেরেসা কর্তৃক প্রতিষ্ঠিত সেবা প্রতিষ্ঠান কোনটি ?

উত্তরঃ নির্মল হৃদঐতিহাসিক

৭৪.ঐতিহাসিক ছয় দফা কোথায় উত্থাপন করা হয়?

উত্তরঃ লাহোরে

৭৫.নিচের কোনটি মৌলিক সংখ্যা নয়?

উত্তরঃ ৫৭

৭৬.Maden speech means—

ans: First speech

——————————————————-

১. ‘কবর’ নাটক কার রচনা?

উত্তরঃ মুনীর চৌধুরী

২. ক্রিয়াপদ হছে-

উত্তরঃ সবসময় বাক্যে থাকবে

৩। কাজি নজরুল ইসলামের রচিত গ্রন্থ?

উত্তরঃ রূপসী বাংলা

৪। ‘কর্মে যার ক্লান্তি নাই’- এক কথায় প্রকাশ কর?

উত্তরঃ অক্লান্ত কর্মী

৫। ণত্ব বিধান সাধারণত কোন শব্দে প্রযোজ্য?

উত্তরঃ  তৎসম

৬। ‘যত বড় মুখ নয় তত বড় কথা’ — এখানে মুখ বলতে কি বুঝানো হয়েছে?

উত্তরঃ শক্তি

৭। কোনটি কাব্য ?

উত্তরঃ কয়েকটি কবিতা

৮। ‘বিরাগী’ শব্দের অর্থ কি?

উত্তরঃ উদাসীন

৯। ‘সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই’- কে বলেছেন?

উত্তরঃ  চন্ডীদাস

১০। নিচের কোনটি অঘোষ অল্পপ্রাণ ধ্বনি?

উত্তরঃ  ঠ

১১। ‘ পাহাড়তলী’ – গ্রামে জন্মগ্রহণ করেন কে?

উত্তরঃ  শামসুর রাহমান

১২। বাংলা ভাষায় ছন্দ কত প্রকার?

উত্তরঃ  ৩

ঘ) ১৩। ‘সকালে উঠিয়া আমি মনে মনে বলি, সারাদিন আমি যেন ভাল হয়ে চলি’ – এই চরণদ্বয়ের লেখক কে?

উত্তরঃ  মদনমোহন তর্কালঙ্কার

১৪। বাংলা বর্ণমালায় স্বরবর্ণ কয়টি?

উত্তরঃ  ১১ টি

১৫। বাংলা ভাষায় প্রথম ব্যাকরণ রচনা করেন কে?

উত্তরঃ  রাজা রামমোহন রায়

১৬। ‘চাচা কাহিনীর’ লেখক কে?

উত্তরঃ সৈয়দ মুজতবা আলী

১৭। মুসলমান নারী জাগরণের কবি কে?

উত্তরঃ  বেগম রোকেয়া

১৮। প্রাচীন বাঙ্গালী মুসলমান কবি?

উত্তরঃ  শাহ মুহাম্মদ সগীর

১৯। বাংলা সাহিত্যে ক্তহ্যরীতির প্রচলনে কোন পত্রিকার অবদান অনেক বেশি?

উত্তরঃ সবুজ পত্র

২০। বাংলা একাডেমি কবে প্রতিষ্ঠিত হয়?

উত্তরঃ  ১৯৫৫ সালে

ফেইসবুকে বিভিন্ন সরকারি, বেসরকারি চাকরির  আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন

অফিসিয়াল ফেইসবুক পেইজ এবং অফিসিয়াল ফেইসবুক গ্রুপে এবং লাইক, শেয়ার করুন।

আমরা আয়োজন করেছি বিভিন্ন মডেল টেস্ট পোগ্রাম। মডেল টেস্ট প্রোগ্রামে অংশগ্রহণ করুন এবং আমাদের সাথে থাকুন:

মডেল টেস্ট 

শেয়ার করে অন্যকে জানার সুযোগ দিন  …….