৪২ এবং ৪৩ তম বিসিএসের নতুন বিজ্ঞপ্তি প্রকাশ

পদ সংখ্যা ৪০০০ হাজার ।

দুই বিসিএসের বিজ্ঞপ্তি   প্রকাশ করেছে পাবলিক সার্ভিস কমিশন (পিএসসি) ।

এর মধ্যে ৪২তম বিসিএস বিশেষ এবং ৪৩ তম বিসিএস  সাধারণ।

৪২ তম বিশেষ বিসিএসের মাধ্যমে নেওয়া হবে  চিকিৎসক পদে ২  হাজার ।

এবং ৪৩ তম বিসিএস সাধারণ পদে নেওয়া হবে বিভিন্ন ক্যাডারে ১ হাজার ৮১৪ জন ।

তাছাড়া সম্প্রতি জনপ্রশাসন মন্ত্রণালয় মোট ১ হাজার ৮১৪ পদের চাহিদার মধ্যে শিক্ষা ক্যাডারে নেওয়া হবে সবচেয়ে বেশি। যেখানে পদ সংখ্যা রয়েছে ৮১৪ টি । এ ছাড়া প্রশাসনে ৩০০, পুলিশে ১০০, পররাষ্ট্রে ২৫, অডিটে ৩৫, ট্যাক্সে ১৯, কাস্টমসে ১৪, সমবায়ে ২০, ডেন্টাল সার্জন ৭৫ জন এবং অন্যান্য ক্যাডারে ৩৮৩ জন নিয়োগ দেওয়া হবে।

৪১তম বিসিএসে প্রিলিমিনারি পরীক্ষার অপেক্ষায় আছেন সাড়ে চার লাখের বেশি প্রার্থী। গত বছরের ২৭ নভেম্বর ৪১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি।

এতে বিভিন্ন পদে ২ হাজার ১৩৫ কর্মকর্তা নিয়োগ দেওয়ার কথা রয়েছে। এ ছাড়া ৪০তম বিসিএসের লিখিত পরীক্ষা নিয়েছে পিএসসি। এখন মৌখিক পরীক্ষার দিন ঘোষণার অপেক্ষায় আছেন প্রার্থীরা।