সাত কলেজের বিজ্ঞান ও বাণিজ্যের ভর্তি পরিক্ষার ফলাফল প্রকাশ

ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত ২০২০-২০২১ শিক্ষাবর্ষের প্রথম বর্ষের ভর্তির ফলাফল রাজধানীর সাত কলেজের , বিজ্ঞান ও বাণিজ্য শাখার ফল প্রকাশিত হয়েছে।

বিজ্ঞান শাখায় ৫৭ দশমিক ৭০ শতাংশ এবং বাণিজ্য ইউনিটে ৭১ দশমিক ৮৯ শতাংশ পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন।

২৭ হাজার ৭০৮ জন পরীক্ষার্থী ৭ কলেজের বিজ্ঞান শাখার ভর্তি পরীক্ষায় অংশ নিয়েছিলেন৷ এর মধ্যে ১৫ হাজার ৯৮৭ জন উত্তীর্ণ হয়েছেন (পাসের হার ৫৭.৭০ শতাংশ)।

এই ইউনিটে মোট আসনসংখ্যা ৬ হাজার ৫০০টি। ১৭ হাজার ৬১৩ জন শিক্ষার্থী বাণিজ্য শাখার পরীক্ষায় অংশ নেন, উত্তীর্ণ হন ১২ হাজার ৬৬২ জন (পাসের হার ৭১.৮৯ শতাংশ)। বাণিজ্য শাখায় মোট আসন ৫ হাজার ৩১০টি।

বিস্তারিত ওয়েবসাইট থেকে জানা যাবে৷

https://collegeadmission.eis.du.ac.bd/bn/408b7c8ad06e4d9954fa2d948a01f508

আরো বিভিন্ন পোস্ট পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন প্রতিদিন এবং সাথেই থাকুন।

আমাদের মডেল টেস্ট প্রোগ্রামে অংশ নিনঃ

 Model: