রূপালি ব্যাংকের সিনিয়র অফিসার মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ হয়েছে

রূপালী ব্যাংক লিমিটেডে্র সদস্যভুক্ত কমিটির  (বিএসসি)

সিনিয়র অফিসারের (লিগ্যাল অফিসার) মোখিক পরীক্ষার সময়সূচি ও তারিখ  নির্ধারণ হয়েছে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ১১৯ প্রার্থীর  মৌখিক  পরীক্ষা অনুষ্ঠিত হবে ২১, ২২, ২৩ ও ২৪ ডিসেম্বর।

বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ের প্রধান  ভবনে অনুষ্ঠিত হবে এ মৌখিক পরীক্ষা।  প্রতিদিন বেলা ২টায় শুরু হবে চাকরি প্রত্যাশীদের মৌখিক পরীক্ষা।

উত্তীর্ণ ১১৯ প্রার্থী মৌখিক পরীক্ষায় অংশ নেবেন।

২০১৮ সালভিত্তিক ৩৬টি শূন্য পদে নিয়োগের লক্ষ্যে গত ২৩ অক্টোবর লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়।

  • ২১ ডিসেম্বরে বেলা ২টায় মৌখিক পরীক্ষায় অংশ নেওয়া ৩০ জনের রোল নম্বর হলো ১০৯৪, ১১৭৪, ১২০১, ১২২৯, ১২৪৩, ১২৭০, ১২৮১, ১৩২৮, ১৩২৯, ১৪০০, ১৪০৪, ১৪৪৯, ১৪৫৬, ১৪৯২, ১৫১৭, ১৫২০, ১৫২১, ১৫৬০, ১৬০২, ১৬৩৭, ১৬৯২, ১৭৫৪, ১৭৭৯, ১৮০৩, ১৮১৪, ১৮৩১, ১৯০৪, ১৯০৭, ১৯৩৩, ১৯৪৮।
  • ২২ ডিসেম্বরে বেলা ২টায় মৌখিক পরীক্ষায় অংশ নেওয়া ৩০ জনের রোল নম্বর হলো ১৯৫৩, ১৯৬৭, ২০১২, ২১০৪, ২১৩১, ২১৪৫, ২১৭৬, ২১৯২, ২২২২, ২৩১৫, ২৪১৮, ২৪৩৮, ২৪৯০, ২৫০২, ২৫৭০, ২৬৩১, ২৬৭৫, ২৭১৬, ২৭১৮, ২৭২২, ২৭২৪, ২৮১৩, ২৮৪৫, ২৮৫০, ২৮৫৯, ২৮৮৩, ২৯৪৫, ২৯৮২, ৩০২৩, ৩০২৬।
  • ২৩ ডিসেম্বরে বেলা ২টায় মৌখিক পরীক্ষায় অংশ নেওয়া ৩০ জনের রোল নম্বর হলো ৩০৩২, ৩১২২, ৩১৩৮, ৩২৮০, ৩৩১৫, ৩৩২১, ৩৩৪৪, ৩৩৪৯, ৩৩৬৩, ৩৩৮৮, ৩৩৯০, ৩৪১৬, ৩৪৩২, ৩৫২৫, ৩৫৪৭, ৩৫৫০, ৩৫৭১, ৩৫৭৬, ৩৫৭৮, ৩৫৮৬, ৩৫৯১, ৩৬৬২, ৩৬৬৬, ৩৬৭৮, ৩৭৫৭, ৩৭৭৬, ৩৮৫৬, ৩৯৩০, ৩৯৬৩, ৩৯৮০।
  • ২৪ ডিসেম্বরে বেলা ২টায় মৌখিক পরীক্ষায় অংশ নেওয়া ২৯ জনের রোল নম্বর হলো ৪১০০, ৪১৬১, ৪২০০, ৪২৪৯, ৪২৫২, ৪২৭১, ৪৩৩৩, ৪৩৪৯, ৪৩৬০, ৪৩৭১, ৪৩৮৬, ৪৩৮৯, ৪৪২২, ৪৪২৮, ৪৪৩৫, ৪৪৯০, ৪৫৮৮, ৪৫৯৮, ৪৬০৯, ৪৬৪৭, ৪৬৫৩, ৪৬৫৬, ৪৬৫৯, ৪৬৭১, ৪৬৯৫, ৪৭১৯, ৪৭৭৭, ৪৭৮১, ৪৮১০.
  • প্রার্থীদের বিশেষ  দৃষ্টি আকর্ষণ ঃ
  •  মাস্ক পরা ছাড়া কোনো প্রার্থীকে মৌখিক পরীক্ষার বোর্ডে উপস্থিত হওয়ার সুযোগ দেওয়া হবে না।
  • প্রকাশিত প্রার্থী তালিকা (রোল নম্বর), মৌখিক পরীক্ষার সময়সূচিতে কোনো সংশোধনের প্রয়োজন হলে তা সংশোধনের অধিকার বিএসসি সংরক্ষণ করে।
  • প্রার্থী কর্তৃক দাখিলকৃত অসম্পূর্ণ/ত্রুটিপূর্ণ তথ্য/দলিলাদির কারণে নিয়োগপ্রক্রিয়ার যেকোনো পর্যায়ে প্রার্থীর সঙ্গে কোনো প্রকার যোগাযোগ ছাড়াই প্রার্থিতা বাতিল করার অধিকার বিএসসি সংরক্ষণ করে।প্রয়োজনীয় কাগজ পত্র ঃ  
  • প্রার্থীদের নিয়োগ বিজ্ঞপ্তির শর্তাদি এবং তাঁদের অনলাইন আবেদনে উল্লিখিত তথ্যাদির সমর্থনে প্রামাণিক দলিলাদির ফটোকপির একটিসেট ক্রমানুসারে সাজিয়ে মৌখিক পরীক্ষার অব্যবহিত পূর্বে অবশ্যই বিএসসিএর চেকিং বোর্ডে জমা দিতে হবে। এর সঙ্গে মূল কপিও প্রদর্শন করতে হবে।