স্থগিত হওয়া ৫ ব্যাংকের নিয়োগ পরীক্ষার সূচি প্রকাশ

সমন্বিত ৫ ব্যাংকের ১৪৩৯ শূন্য পদের জন্য এমসিকিউ পরীক্ষার সূচি প্রকাশ করেছে ব্যাংকার্স সিলেকশন কমিটি। ৫টি ব্যাংক হলো সোনালী ব্যাংক লিমিটেড, জনতা ব্যাংক লিমিটেড, অগ্রণী ব্যাংক লিমিটেড, রূপালী ব্যাংক লিমিটেড ও বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড।

ব্যাংকার্স সিলেকশন কমিটির বিজ্ঞপ্তি অনুসারে স্থগিত হওয়া এ পরীক্ষা ২৫ মার্চ অনুষ্ঠিত হবে। ১০০ নম্বরের এমসিকিউ পরীক্ষা হবে ১ ঘণ্টায়। ওই দিন সকাল ১০টায় পরীক্ষা শুরু হবে। রাজধানীর ৫৭টি কেন্দ্রে একযোগে পরীক্ষা অনুষ্ঠিত হবে।

ব্যাংকার্স সিলেকশন কমিটির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রবেশপত্র ছাড়া কোনো প্রার্থী পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন না। সামাজিক দূরত্ব মেনে সারিবদ্ধভাবে কেন্দ্রে প্রবেশ করতে হবে।

এ ছাড়া প্রবেশপত্র ব্যতীত অন্য কোনো কাগজপত্র, বই, মানিব্যাগ, মুঠোফোন, ক্যালকুলেটর, ইলেকট্রনিক কার্ড বা স্মার্ট ওয়াচ নিয়ে পরীক্ষার কেন্দ্রে প্রবেশ করা যাবে না।

২০১৯ সালভিত্তিক সোনালী ব্যাংক লিমিটেড, জনতা ব্যাংক লিমিটেড, অগ্রণী ব্যাংক লিমিটেড, রূপালী ব্যাংক লিমিটেড ও বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেডের অফিসার (ক্যাশ)–এর ১৪৩৯ শূন্য পদের এমসিকিউ পরীক্ষা হওয়ার কথা ছিল গত ৪ ফেব্রুয়ারি।

তবে অনিবার্য কারণে নিয়োগ পরীক্ষাটি স্থগিত করা হয়।

আরো বিস্তারিত জানতে ভিজিট করুনঃ এখানে

ফেইসবুকে বিভিন্ন সরকারি, বেসরকারি চাকরির  আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন

 অফিসিয়াল ফেইসবুক পেইজ এবং অফিসিয়াল ফেইসবুক গ্রুপে এবং লাইক, শেয়ার করুন।

আমরা আয়োজন করেছি বিভিন্ন মডেল টেস্ট পোগ্রাম। মডেল টেস্ট প্রোগ্রামে অংশগ্রহণ করুন এবং আমাদের সাথে থাকুন:

মডেল টেস্ট 

শেয়ার করে অন্যকে জানার সুযোগ দিন  ……