বেগম রোকেয়া পদক-২০২০

নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়া স্বরণে ” বেগম রোকেয়া পদক – ২০২০ ” আয়োজিত। 

সমাজ ও নারীর ক্ষমতায়নে অসামান্য অবদান রাখার জন্য পাঁচজন  বিশিষ্ট  নারী ২০২০ এ পদক ফেলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বুধবার পাঁচজন  বিশিষ্ট  নারীর  হাতে  মর্যাদাবান  বেগম  রোকেয়া  পদক-২০২০  তুলে দেন।

সৌভাগ্যবান নারীরা হলেন ঃ 

    • শিক্ষায়  পেয়েছেন —-  অধ্যাপক শিরীন আখতার
    • নারীদের  পেশাগত  উন্নয়নে —-  ব্রিগেডিয়ার জেনারেল নাজমা বেগম
    • নারীদের  আর্থসামাজিক  উন্নয়নে —–  মাঞ্জুলিকা চাকমা
    • সাহিত্য  ও  সংস্কৃতিতে —-  বেগম মুশতারী শফি
    • নারী  অধিকার  ক্যাটাগরিতে —-  ফরিদা আক্তার

মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় বেগম রোকেয়ার জন্ম ও মৃত্যুবার্ষিকী উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করে।

আজ ডিসেম্বর তাঁর জন্মদিন। ১৯৩২ সালের এই দিনেই মারা যান তিনি। দিনটি রোকেয়া দিবস হিসেবে  পালন করা হয় ।