পল্লী বিদ্যুৎ নিয়োগের ২০১৯ সালের প্রশ্ন ও সমাধান

Exam Question Solution 2019 form below:

১. একটি বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য ৩ ফূট থেকে বাড়িয়ে ৬ ফুট করা হলে ক্ষেত্রফল কত গুণ বাড়বে?

উত্তরঃ গুণ

২. দূইটি সংখ্যার অনুপাত ২.৫ ৩.৫ প্রথমটি ১৫ হলে অপরটি কত?

উত্তরঃ ২১

৩. একটি ত্রিভুজের ভূমি ১২ ইঞ্জি এবং উচ্চতা ৪ ইঞ্জি হলে এর ক্ষেত্রফল কত হবে?

উত্তরঃ ৪৮ বর্গ ইঞ্চি

৪. X=1 হল: x2- 1/X4 এর মান কত?

উত্তরঃ

৫. A=2 হলে (5/A) এর মান কত?

উত্তরঃ 5

৬. 0.1*0.01+1 এর মান কত?

উত্তরঃ 1.001

৭.লবণের মূল্য ২৫% বৃদ্ধি পাওয়ায় কোন ব্যক্তি লবণের ব্যয় শতকরা কত কমালে লবণ এর ব্যয় অপরিবর্তিত থাকবে?

উত্তরঃ ২০%

৮. একটি চতুর্ভুজের দৈর্ঘ্য ৪ ইঞ্ঝি এবং ৩ প্রস্থ হলে পরিসীমা কত?

উত্তরঃ ১৪ বর্গ ইঞ্চি

একটি সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 2 মিটার হলে উহার ক্ষেত্রফল কত বর্গমিটার?

উত্তরঃ √3

১০. একটি সামান্তরিকের ভূমি  8 ফুট এবং উচ্চতা 3 ফুট হলে ক্ষেত্রফল কত বর্গফুট?

উত্তরঃ 14

১১. X-Y=4 এবং XY=60 হলে X+Y  এর মান কত?

উত্তরঃ +-16

১২. কাপ্তাই থেকে প্লাবিত পার্বত্য চট্টগ্রামের উপত্যকাকে কি বলা হয়?

উত্তরঃ ভেঙ্গী ভ্যালি

১৩. বাংলাদেশ ভূখণ্ড সৃষ্টির পূর্বে এখানে কি ছিল?

উত্তরঃ বঙ্গ বেসিন

১৪. মুক্তিযুদ্ধের মোট সাব সেক্টর কতটি ছিল?

উত্তরঃ ৬৪

১৫. বাংলাদেশ কথা কয় বইটির লেখক কে?

উত্তরঃ আব্দুল গাফফার চৌধুরী

১৬. গণপরিষদে বাংলাদেশের সংবিধান কবে গৃহীত হয়?

উত্তরঃ নভেম্বর

১৭. মহামান্য রাষ্ট্রপতি কর্তৃক প্রধান বিচারপতি নিয়োগের ক্ষেত্রে কার সুপারিশ আবশ্যক হয়?

উত্তরঃ কারোয় নয়

১৮. বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর লিখিত কাব্যগ্রন্থ নয় কোনটি? 

উত্তরঃ ঝরা পালক

১৯. তৃষ্ণার্ত এর সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?

উত্তরঃ তৃষ্ণা+ঋত

২০. অকাল কুষ্মাণ্ড ছেলেটাকে সাহায্য করতে পারো, বাক্যটিতে অকালকুষ্মাণ্ড ব্যবহৃত হয়েছে?

উত্তরঃ অতিশায়ন হিসেবে

২১. যে গাছে ফল ধরে কিন্তু ফুল ধরে না তাকে বলে?

উত্তরঃ বনস্পতি

২২. তোমারে পূণ্য প্রচেষ্টা সফল হোক। বাক্যটিতে পূণ্য শব্দটি হল?

উত্তরঃ বিশেষণ

২৩. যেসব রক্তনালীর মাধ্যমে রক্ত হৃদপিণ্ড থেকে দেহের বিভিন্ন অংশে বাহিত হয় তাকে বলে?

উত্তরঃ ধমনী

২৪. রক্তে কোলেস্টেরল উপকারি যদি রক্তে বেশি থাকে?

উত্তরঃ High Density Lipoprotein (HDL)

২৫. পালং শাক সবজি হিসেবে?

উত্তরঃ অম্লধর্মী

২৬. টেস্টিং সল্ট এর রাসায়নিক নাম হল?

 উত্তরঃ সোডিয়াম গ্লুটামেট

২৭. সুনামি সৃষ্টি হতে পারে যে কারণে?

উত্তরঃ সমুদ্র তলদেশে ভূমিকম্প

২৮.SMS  মোবাইলে কোন প্রজন্ম থেকে চালু হয়?

 উত্তরঃ দ্বিতীয়

২৯. GPRS এর Full Meaning কি?

উত্তরঃ General Packet Radio Services

৩০. Database রেকর্ড বাদ দেওয়ার অপশন কোনটি?

উত্তরঃ Delete Row

৩১. আমি বইটি পড়িতে থাকিব, বাক্যটির ইংরেজি হবে-

উত্তরঃ I shall be reading the book.

৩২. Fill in the blank: Education should tech all to…….

.উত্তরঃ Oil your one’s machine

৩৩. Choose The correct sentence:

উত্তরঃ Cattle is grazing in the field

৩৪. Fill in the blank with appropriate word……. My advice, he did not work hard.

উত্তরঃ in spite of

৩৫.” Its takes two, to make a quarrel” Bangla translate?

উত্তরঃ এক হাতে তালি বাজেনা

৩৬. “Large” verb from —-

উত্তরঃ Enlarge

৩৭. Fill in the blanks with appropriate word: we……… the boy not to run in the sun.

উত্তরঃ advise

৩৮. Fill in the blanks with appropriate word: He has every hope ……..success.

উত্তরঃ for

৩৯. শূন্যস্থানে সঠিক Preposition কোনটি বসবে? He is good ………drawing.

 উত্তরঃ at

৪০. তোমাকে ছাড়া আমার চলে না ,ইহার ইংরেজি হবে-

উত্তরঃ I can not do without you.

৪১. What is meaning ‘Null and Void’—

উত্তরঃ অকেজো

৪২. নিম্নের বাক্যগুলোর কোনটি শুদ্ধ?

উত্তরঃ you have come late today.

৪৩. অতি লোভে তাঁতি নষ্ট –  সঠিক বাংলা অনুবাদ ?

উত্তরঃ Grasp all lose all

৪৪. Goodwill কোন Parts of speech? 

উত্তরঃ Noun

৪৫. Which one is complex sentence?

উত্তরঃ It is unfortunate that he failed.

৪৬. International Atomic Energy Agency এর সদর দপ্তর কোথায়?

উত্তরঃ ভিয়েনা

৪৭. জাতিসংঘ বিশ্ববিদ্যালয় কোথায় অবস্থিত?

উত্তরঃ টোকিও (জাপান)

৪৮. বাংলাদেশ-ভারতকে বিভক্তকারী নদীর নাম কি?

 উত্তরঃ হাড়িয়াভাঙ্গা

৪৯. বাংলাদেশে প্রথম বর্জ্য বিদ্যুৎ হচ্ছে কোথায়?

উত্তরঃ নারায়ণগঞ্জে (সঠিক উত্তর নাই)

৫০. পৃথিবীর সর্বাধিক দ্বীপপুঞ্জের দেশ কোনটি?

উত্তরঃ ইন্দোনেশিয়া

৫১. পদ্মা সেতুর দৈর্ঘ্য কত কিলোমিটার?

উত্তরঃ .১৫ কি.মি

৫২. প্রথম টি-২০ বিশ্বকাপ কখন হয়?

উত্তরঃ ২০০৭ সালে (দক্ষিণ আফ্রিকায়)

৫৩. জি ৭ এর একমাত্র এশীয় দেশ?

উত্তরঃ জাপান

৫৪. কান্দাহার কোন দেশের শহর?

উত্তরঃ আফগানিস্তান

৫৫. পক প্রণালী কোন দুটি দেশকে পৃথক করেছে?

উত্তরঃ ভারত শ্রীলঙ্কা

৫৬. ইন্টারফ্যাক্স হল-

উত্তরঃ রাশিয়ার সরকারি বার্তা সংস্থা 

৫৭. বাংলাদেশ প্রথম অংশগ্রহন করে কততম অলিম্পিকে?

উত্তরঃ ১৯৮৪ সালের ২৩ তম অলিম্পিকে।

৫৮. মাতারবাড়ি কয়লা বিদ্যুৎ প্রকল্পে   কোন দেশ সাহায্য করেছিল?

 উত্তরঃ জাপান

৫৯. আগুনের দ্বীপ বলা হয় কোন দেশকে? 

উত্তরঃ আইসল্যান্ড

৬০. ফুটবল বিশ্বকাপের  ১০০ বছর  পূর্তি  উদযাপিত কবে হবে?

উত্তরঃ ২০৩০ সালে (প্রথম ১৯৩০ সালে)

বাংলা অংশ সমাধানঃ

১. নিচের কোন বানানটি শুদ্ধঃ

উত্তরঃ  শিরশ্ছেদ

২. বিনয়কৃষ্ণ মুখোপাধ্যায়ের ছদ্মনাম কোনটি?

উত্তরঃ যাযাবর

৩. চশমা কোন ভাষার শব্দ?

উত্তরঃ ফারসি

৪. তুমি সকল দেশের রাণী সে যে আমার জন্মভূমি, কার লেখা উক্তি?

উত্তরঃ দ্বিজেন্দ্রলাল রায়

৫. খাতক এর বিপরীত শব্দ?

উত্তরঃ  মহাজন

৬. নন্দন শব্দের সমার্থক শব্দ?

উত্তরঃ   তনয় (পুত্র)

৭. গোকুলের ষাঁড় বাগধারাটির অর্থ কি ?

উত্তরঃ  স্বেচ্ছাচারী

৮. কাজলকালো কোন সমাস?

উত্তরঃ  উপমান কর্মধারয়

৯. নিচের কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা?

উত্তরঃ  চতুরঙ্গ ( উপন্যাস)

১০. যে নারীর স্বামী ও পুত্র নেই?

উত্তরঃ   আবীরা

১১. কাজী নজরুল ইসলামের কোন গ্রন্থটি নিষিদ্ধ হয়েছি?

উত্তরঃ  বিষের বাঁশি  (কাজী নজরুল ইসলামেরনিষিদ্ধ কাব্যগ্রন্থঃ এগুলো ব্রিটিশ সরকার কর্তৃক বাজেয়াপ্ত হয়েছিল- বিষের বাঁশি, ভাঙ্গার গান, প্রলয়শিখা, যুগবাণী, চন্দ্রবিন্দু )

১২. কবি কায়কোবাদ রচিত ‘মহাশ্মশান’ কাব্যের ঐতিহাসিক পটভূমি কী ছিল?

উত্তরঃ  পানিপথের তৃতীয় যুদ্ধ

১৩. সিতকর অর্থ?

উত্তরঃ  চন্দ্র বা চাঁদ

আরো বিস্তারিত জানতে সবসময় আমাদের পাশেই থাকুন।

প্রতিদিন ভিজিট করুনঃ www.Jobcenterbd.com