Teachers wanted for Science And Letters Girls School and College

  • Anywhere
  • Applications have closed
  • Salary: Variable....Negotiable

সায়েন্স এন্ড লেটার্স গার্লস স্কুল এন্ড কলেজ,

teacher wanted for various vacancy,

আইডিয়াল এডুকেশন ট্রাস্ট কতৃক পরিচালিত

সায়েন্স এন্ড লেটার্স গার্লস স্কুল এন্ড কলেজ, জাউয়া বাজার, ছাতক, সুনামগঞ্জে, নিম্নোক্ত বিষয়ের জন্য বাংলায় এবং ইংরেজীতে পাঠদানে দক্ষ ও অভিজ্ঞতাসম্পন্ন শিক্ষক নিয়োগ দেওয়া হবে। বেতন যোগ্যতা ও অভিজ্ঞতার ভিত্তিতে প্রদান করা হবে।

*অধ্যক্ষ

*সহকারি শিক্ষক, বাংলা

* সহকারী শিক্ষক, ইংরেজি

*সহকারী শিক্ষক, গণিত

* সহকারী শিক্ষক, সমাজবিজ্ঞান

* সহকারী শিক্ষক, আইসিটি

* সহকারী শিক্ষক, শারীরিক শিক্ষা (মহিলা)

* সহকারী শিক্ষক, ইসলাম ও নৈতিক শিক্ষা

* অফিস সহকারি।

যোগ্যতা এবং অভিজ্ঞতা:-

১. অধ্যক্ষের নুন্যতম যোগ্যতা যেকোন বিষয়ে স্নাতকোত্তর এবং যেকোন শিক্ষা প্রতিষ্ঠানে নুন্যতম ৫ বছর চাকুরীর অভিজ্ঞতা থাকতে হবে।

২. সকল শিক্ষককে সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক সম্মান অথবা স্নাতকোত্তর হতে হবে।

৩.অফিস সহকারীর নুন্যতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা স্নাতকোত্তর হতে হবে।

৪. মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে ক্লাস নিতে সক্ষম হতে হবে।

৫. সকল বিষয়ে প্রথম স্থান অধিকারকারীদের প্রাধান্য দেওয়া হবে। স্কুল-কলেজে পাঠদানের অতীত অভিজ্ঞতাকে গুরুত্ব দেয়া হবে।

৬. সৃজনশীল পদ্ধতিতে পাঠদান, প্রশ্নপত্র প্রণয়ন এবং উত্তরপত্র মূল্যায়নে অভিজ্ঞতা থাকতে হবে।

৭. ইংরেজি ভার্সনে পাঠদানে দক্ষদের অগ্রাধিকার দেয়া হবে ‌। আগ্রহী প্রার্থীগণ প্রয়োজনীয় কাগজপত্র স্ক্যান করে এবং মোবাইল নম্বরসহ CV ইমেইলে পাঠিয়ে আবেদন করুন। Email:scienceandlettersgirls@gmail.com

আবেদনের শেষ তারিখ: ৩০/১১/২০২০

উল্লেখ্য, সাইন্স এন্ড লেটার্স গার্লস স্কুল এন্ড কলেজ আগামী জানুয়ারী থেকে কিন্ডারগার্টেন পর্যায়ে প্লে এবং নার্সারীতে ছাত্র-ছাত্রী এবং নিম্নমাধ্যমিক পর্যায়ে ৬ষ্ঠ এবং ৭ম শ্রেণিতে শুধুমাত্র ছাত্রী ভর্তি কার্যক্রম শুরু করবে। আপনি যদি শিক্ষাদানে আন্তরিক, সৃজনশীল এবং উৎসাহী হন তাহলে আজই আবেদন করুন।