২০১৮ সালভিত্তিক ‘সিনিয়র অফিসার (আইটি)-অ্যাসিস্ট্যান্ট নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার’ পদের প্রাথমিকভাবে মনোনীত ব্যক্তিদের তালিকা প্রকাশ করেছে ব্যাংকার্স সিলেকশন কমিটি (বিএসসি) সচিবালয়।
জনতা ব্যাংকের ‘সিনিয়র অফিসার (আইটি)-অ্যাসিস্ট্যান্ট নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার’ পদের জন্য আবেদন প্রকাশিত হয় গত ২৯ জুলাই। গত ১২ নভেম্বরে হয় অ্যাপটিটিউট টেস্ট। পরে মৌখিক পরীক্ষা নেওয়া হয়। দুই পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের সমন্বয়ে প্রণীত প্যানেল থেকে নয়জন প্রার্থীকে নিয়োগের জন্য নির্বাচন করা হয়েছে। রোল নম্বরগুলো হলো ১০০৪৪, ১০০৮৬, ১০১০৮, ১০৪১১, ১০৮৩০, ১০৯১১, ১১০০৩, ১১০২৫ ও ১১৩৩৮। নিয়োগসংক্রান্ত পরবর্তী সব কার্যক্রম জনতা ব্যাংক লিমিটেড কর্তৃক সম্পাদিত হবে। প্রকাশিত ফলাফলে কোনো কারণে কোনো সংশোধনের প্রয়োজন হলে তা সংশোধনের অধিকার বিএসসি সংরক্ষণ করে।
বিস্তারিত জান্তা ক্লিকঃ বিস্তারিত