Admission

পরিবহন ধর্মঘটে জাবির ভর্তি পরীক্ষা পেছালো ২০ নভেম্বর

জ্বালানি তেলের দাম বাড়ানোর প্রতিবাদে দেশব্যাপী চলমান পরিবহন ধর্মঘটের কারণে পেছানো হয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২০-২১ শিক্ষাবর্ষের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা।

আবু হাসান বলেন, ‘পরিবহন ধর্মঘটের কারণে আগামী ৭ নভেম্বরে অনুষ্ঠিতব্য ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা পিছিয়ে আগামী ২০ নভেম্বর ও ৮ নভেম্বরে অনুষ্ঠিতব্য পরীক্ষা আগামী ২১ নভেম্বর নেওয়া হবে।’

এ ছাড়া বাকি সময়সূচি আগের মতো থাকবে  ।

জাহাঙ্গীরগর বিশ্ববিদ্যালয় (জাবি) বাংলাদেশের প্রথম সারির একটি পাবলিক বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়টিতে ৩৪ টি বিভাগ ও ৩ টি ইনস্টিটিউট রয়েছে এবং এর মোট আসনসংখ্যা ১৮৮৯ টি।

তথ্য অনুসারে, ২০২০- ২০২১ শিক্ষাবর্ষের ‍ভর্তি পরীক্ষায়  ১ হাজার ৮৮৯ টি আসনের বিপরীতে মোট ৩ লাখ ৭ হাজার ৯৭৮ জন ভর্তি ইচ্ছুক শিক্ষার্থী আবেদন প্রক্রিয়া সম্পন্ন করেছেন।

অর্থ্যাৎ, প্রতিটি আসনের বিপরীতে ১৬৩ জন ভর্তি ইচ্ছুক পরীক্ষায় অংশগ্রহন করবেন।

গুরুত্বপূর্ণ তারিখ এবং সময়সূচীঃ

আবেদনের শুরু: ২০ জুন ২০২১

আবেদনের শেষ তারিখ: ১৪ আগষ্ট ২০২১ (বর্ধিত)

ছবি ও স্বাক্ষর আপলোড: ০২ সেপ্টেম্বর থেকে ২১ সেপ্টেম্বর ২০২১

ভর্তি পরীক্ষা: ০৭ নভেম্বর থেকে ১৮ নভেম্বর ২০২১

প্রবেশপত্র: চলমান

ভর্তির ওয়েবসাইট লিংক: juniv-admission.org

ভর্তি পরীক্ষার তারিখঃ

০৭ ও ০৮ নভেম্বর ২০২১ ————A ইউনিট     ——— গানিতিক ও পদার্থ বিজ্ঞান অনুষদ

০৯ ও ১০ নভেম্বর ২০২১ ———–D ইউনিট ——– জীববিজ্ঞান অনুষদ

১১ নভেম্বর ২০২১      ———  H ইউনিট – আইআইটি ——-  G ইউনিট – আইবিএ

১৪ নভেম্বর ২০২১ ———-B ইউনিট   ———সমাজবিজ্ঞান অনুষদ

১৫ নভেম্বর ২০২১ ———F ইউনিট – আইন অনুষদ ———  I ইউনিট – বঙ্গবন্ধু তুলনামূলক সাহিত্য

১৬ নভেম্বর ২০২১ ——— E ইউনিট – বানিজ্য অনুষদ——– C1 ইউনিট – কলা ও মানবিক অনুষদ ( নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ ও চারুকলা)

১৮ নভেম্বর ২০২১ ——— C ইউনিট ———– কলা ও মানবিক অনুষদ

আবেদন ফিঃ

এ, বি, সি, ডি, ই ইউনিট ——- ৬০০ টাকা

সি ১, এফ, জি, এইচ, আই ইউনিট ———– ৪০০ টাকা

আবেদনের ন্যূনতম যোগ্যতাঃ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ১০টি ইউনিটের মধ্যে যে কোন ইউনিটে আবেদন করতে হলে যেসব যোগ্যতা অবশ্যই থাকতে হবে তা নিম্নে উল্লেখ করা হলোঃ

১) ২০১৭ সালে বা তার পরবর্তী বছরসমূহের মাধ্যমিক/সমমানের পরীক্ষা এবং ২০১৯ বা ২০২০ সালের উচ্চমাধমিক/মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা আবেদন করতে পারবে।

২) মাধ্যমিক/সমমান ও উচ্চমাধ্যমিক/সমমান পরীক্ষার ঐচ্ছিক বিষয়সহ (৪র্থ বিষয়) মোট জিপিএ গণনা করা হবে।

৩) প্রয়োজনীয় যোগ্যতা সম্পন্ন শিক্ষার্থী যে কোন ইউনিটে আবেদন করতে পারবে।

ইউনিট ভিত্তিক যোগ্যতা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে মোট ১০টি ইউনিট রয়েছে। যারা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে ইচ্ছুক তাদের অবশ্যই আবেদনের পূর্বে ন্যূনতম আবেদন যোগ্যতা জেনে নিতে হবে ।

A ইউনিট ( গাণিতিক ও পদার্থবিজ্ঞান অনুষদ )- মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক উভয় পরীক্ষায় পৃথকভাবে ন্যূনতম জিপিএ ৪.০০ থাকতে হবে। বিস্তারিত 

B ইউনিট ( সমাজবিজ্ঞান অনুষদ ) – মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক উভয় পরীক্ষায় বিজ্ঞান/মানবিক/ব্যবসায় শিক্ষা/সমমান শাখায় পৃথকভাবে ন্যূনতম জিপিএ ৩.৫০ থাকতে হবে। বিস্তারিত

C ইউনিট (কলা ও মানবিক অনুষদ) – মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক উভয় পরীক্ষায় বিজ্ঞান/মানবিক/ব্যবসায় শিক্ষা/সমমান শাখায় পৃথকভাবে ন্যূনতম জিপিএ ৩.৫০ থাকতে হবে।

C1 ইউনিট (নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ ও চারুকলা বিভাগ) – মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক উভয় পরীক্ষায় নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের জন্য ন্যূনতম জিপি ৩.২৫ এবং চারুকলা বিভাগের জন্য ন্যূনতম জিপি ৩.৫০ থাকতে হবে ।

D ইউনিট (জীববিজ্ঞান অনুষদ) –  মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক উভয় পরীক্ষায় পৃথকভাবে ন্যূনতম জিপিএ ৪.০০ থাকতে হবে। বিস্তারিত

E ইউনিট (বিজনেস স্টাডিজ অনুষদ)- মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক উভয় পরীক্ষায় পৃথকভাবে মানবিক/ব্যবসায় শিক্ষা/সমমান শাখায় ন্যূনতম জিপিএ ৩.৭৫ এবং বিজ্ঞান শাখায় ৪.০০ থাকতে হবে। বিস্তারিত

F ইউনিট (আইন অনুষদ)- মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক উভয় পরীক্ষায় পৃথকভাবে ন্যূনতম জিপিএ ৪.০০ থাকতে হবে। বিস্তারিত 

G ইউনিট (ইনস্টিটিউট অব বিজনেস এডমিনেসট্রশন -আইবিএ জেইউ) – মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক উভয় পরীক্ষায় পৃথকভাবে ন্যূনতম জিপিএ ৪.০০ থাকতে হবে। বিস্তারিত 

H ইউনিট (ইনস্টিটিউট অফ ইনফরমেশন টেকনোলজি -আইআইটি ) – মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক উভয় পরীক্ষায় পৃথকভাবে ন্যূনতম জিপিএ ৪.০০ থাকতে হবে। বিস্তারিত 

I ইউনিট (বঙ্গবন্ধু তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউট) – মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক উভয় পরীক্ষায় পৃথকভাবে ন্যূনতম জিপিএ ৩.৫০ থাকতে হবে। বিস্তারিত 

 

 

আবেদন লিংকঃ 

স্বীকারোক্তিঃ এখানে উপস্থাপিত সকল তথ্যই দক্ষ ও অভিজ্ঞ লোক দ্বারা ইন্টারনেট থেকে সংগ্রহ করা। যেহেতু কোন মানুষই ভুলের ঊর্দ্ধে নয় সেহেতু আমাদেরও কিছু অনিচ্ছাকৃত ভুল থাকতে পারে।সে সকল ভুলের জন্য আমরা আন্তরিকভাবে ক্ষমাপ্রার্থী এবং একথাও উল্লেখ থাকে যে এখান থেকে প্রাপ্ত কোন ভুল তথ্যের জন আমরা কোনভাবেই দায়ী নই এবং আপনার নিকট দৃশ্যমান ভুলটি আমাদেরকে নিম্নোক্ত  ফেইসবুক পেজ ও গ্রুপের  -এর মাধ্যমে অবহিত করার অনুরোধ জানাচ্ছি।