জাবি: ফের পেছালো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২০-২১ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির গাণিতিক ও পদার্থ বিজ্ঞান বিষয়ক অনুষদ ভুক্ত ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষার তারিখ।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ২১ ও ২২ নভেম্বর।
জ্বালানি তেলের দাম বাড়ানোর প্রতিবাদে দেশব্যাপী চলমান পরিবহন ধর্মঘটের কারণে পেছানো হয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২০-২১ শিক্ষাবর্ষের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা।
জাহাঙ্গীরগর বিশ্ববিদ্যালয় (জাবি) বাংলাদেশের প্রথম সারির একটি পাবলিক বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়টিতে ৩৪ টি বিভাগ ও ৩ টি ইনস্টিটিউট রয়েছে এবং এর মোট আসনসংখ্যা ১৮৮৯ টি।
তথ্য অনুসারে, ২০২০- ২০২১ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় ১ হাজার ৮৮৯ টি আসনের বিপরীতে মোট ৩ লাখ ৭ হাজার ৯৭৮ জন ভর্তি ইচ্ছুক শিক্ষার্থী আবেদন প্রক্রিয়া সম্পন্ন করেছেন।
অর্থ্যাৎ, প্রতিটি আসনের বিপরীতে ১৬৩ জন ভর্তি ইচ্ছুক পরীক্ষায় অংশগ্রহন করবেন।
বুধবার (১০ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার কেন্দ্রীয় ভর্তি পরিচালনা কমিটির সদস্য সচিব আবু হাসান ভর্তি পরীক্ষা পেছানোর এ তথ্য জানান।
পূর্ব নির্ধারিত তারিখে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষা থাকায় নতুন করে পরীক্ষার তারিখ নির্ধারণ করা হয়েছে বলে জানান বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা সংশ্লিষ্ঠরা।
আবু হাসান বলেন, জাবির ২০২০-২১ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ‘এ’ ইউনিটের (গাণিতিক ও পদার্থ বিজ্ঞান বিষয়ক অনুষদ) ভর্তি পরীক্ষা আগামী ২০ নভেম্বরের পরিবর্তে ২১ নভেম্বর এবং ২১ নভেম্বরের পরিবর্তে ২২ নভেম্বর পূর্ব নির্ধারিত শিফট ও সময় অনুযায়ী অনুষ্ঠিত হবে। ’
এছাড়া অন্য সব ইউনিটের ভর্তি পরীক্ষার সময়সূচি অপরিবর্তিত থাকবে।
এর আগে, গত ০৫ নভেম্বর জ্বালানি তেলের দাম বাড়ানোর প্রতিবাদে সারাদেশে পরিবহন ধর্মঘটের কারণে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা প্রথমবারের মতো পেছানো হয়।
গুরুত্বপূর্ণ তারিখ এবং সময়সূচীঃ
আবেদনের শুরু: ২০ জুন ২০২১
আবেদনের শেষ তারিখ: ১৪ আগষ্ট ২০২১ (বর্ধিত)
ছবি ও স্বাক্ষর আপলোড: ০২ সেপ্টেম্বর থেকে ২১ সেপ্টেম্বর ২০২১
ভর্তি পরীক্ষা: ০৭ নভেম্বর থেকে ১৮ নভেম্বর ২০২১
প্রবেশপত্র: চলমান
ভর্তির ওয়েবসাইট লিংক: juniv-admission.org