Model Test Program

আসন্য প্রাইমারী শিক্ষক নিয়োগ পরিক্ষার জন্য বিশেষ মডেল টেস্ট

জবসেন্টারবিডি থেকে আপনাদের শুভেচ্ছা।

Give model test, check your qualification.

Give the model tests repeatedly so that you can give the answer as soon as you see the test..

4
Created on

Model Test - 6

জবসেন্টারবিডি থেকে আপনাদের শুভেচ্ছা। মডেল টেস্ট দিন, নিজের যোগ্যতা যাচাই করুন। মডেল টেস্টগুলো বারবার দিন যেন পরীক্ষার হলে দেখলেই আপনি উত্তরটি দিতে পারেন।

We are arranging model test program for the candidates who are wishing to join the exam battle and try to be a successful one in Bangladesh. Minimum vacancy and huge candidates , high pressure in exam hall and fight for becoming the best is today’s natural  fact. So , active yourself and be prepared.

1 / 80

‘সংস্কৃতির কথা’ গ্রন্থের রচয়িতা কে?

2 / 80

ইমদাদুল হক মিলন রচিত ‘কালো ঘোড়া’ গ্রন্তটির  মূল উপজীব্য কি?

3 / 80

নিচের কোনটি ভ্রমণ কাহিনী?

4 / 80

কোনটি সঠিক ?

5 / 80

‘কথাসাহিত্য’ বলতে কোনটি বুঝায়?

6 / 80

‘শশী; ও ‘কদম’ বাংলা সাহিত্যের কোন বিখ্যা্ত উপন্যাসের দুটি চরিত্র?

7 / 80

‘হ্ম’ এর বিশ্লিষ্ট রূপ ---

8 / 80

কোনটি অনুজ্ঞা ?

9 / 80

'নীবার' এর শব্দার্থ ----

 

10 / 80

'মরি !  মরি ! কী সুন্দর প্রভাতের রূপ' বাক্যে 'মরি মরি' কোন শ্রেনির অব্যয় ?

 

11 / 80

চর্যাপদ আবিস্কৃত হয় কোথা থেকে ?

12 / 80

বাংলাদেশের সংবিধান গণপরিষদে উথাপন করেন কে?

 

13 / 80

বাংলাদেশের বিক্রয় করের বিকল্প কোন কর ধার্য হয়?

14 / 80

‘তোমাকে’ দেখে মুগ্ধ হলাম’ কোন ক্রিয়ার উদাহরণ?

15 / 80

‘ডাক্তার বাবু’ কোন শ্রেনির শব্দ?

16 / 80

কোন বর্ণগুলোতে মাত্রা হয় না?

17 / 80

‘উহা’ কোন রীতির শব্দ?

18 / 80

আল মাহমুদের কাব্যগ্রন্থ্য কোনটি?

 

19 / 80

‘আটপৌরে’ কথাটির অর্থ কি?

20 / 80

‘দাদন’ শব্দের অর্থ কি?

21 / 80

The adjective of the word 'decision' is ------

22 / 80

Who wrote 'A thing of beauty is a joy for ever'?

23 / 80

The antonym of ' Enmity' ---

24 / 80

Change the narration. He said, " Do it right now."

25 / 80

"He gave me five books, বাক্যে the adjective ?

26 / 80

He was entrusted ---- the care of his uncle.

27 / 80

what is the noun form of propose?

28 / 80

Choose the correct answer'-Would you mind (take) simply a cup of tea?

29 / 80

The correct spelling is-

30 / 80

Who wrote ‘Pride and Prejudice’?

31 / 80

The antonym of ' Expedite'?

32 / 80

" To raise one's brow"  indicates -------

33 / 80

Which one is the correct sentence ?

34 / 80

What is the antonym of the word ' Unwitting' ?

35 / 80

A place for keeping aeroplanes  is called --

36 / 80

05. Stress means ---

37 / 80

The synonym of the word ‘Encounter’ is ---

38 / 80

Father of English poetry is ---

39 / 80

‘I saw ----- beggar’.

40 / 80

What is the verb of the word ‘shortly’?

41 / 80

বেতন ৩০% বৃদ্ধি পাওয়ায় একজন লোক ১১,০৫০ টাকা পায়। পূর্বে তার বেতন কত ছিল?

42 / 80

৩, ৯, ২৭ ……  ধারার পরের সংখ্যাটি কত?

43 / 80

কোনো বাগানের দৈর্ঘ্য ২০ মিটার এবং প্রস্থ ১০ মিটার  হলে ঐ বাগানের ক্ষেত্রফল কত বর্গ মিটার?

 

44 / 80

২ টি সংখ্যার যোগফল ১৩০ এবং বিয়োগফল ১০ হলে বৃহত্তম সংখ্যাটি কত?

45 / 80

৩ টি সংখ্যার গুণফল ২১৬। দুইটি সংখ্যা ৮ এবং ৯ হলে  তৃতীয় সংখ্যাটি কত?

46 / 80

একটি সংখ্যার বর্গমূলের সাথে ৯ যোগ করলে যোগফল ১৪ হলে সংখ্যাটি কত?

47 / 80

এক ব্যক্তি ২০% সরল সুদে ৮০০ টাকা এবং ১৫% সরল সুদে ৬০০ টাকা বিনিয়োগ করলে এক বছর পর তিনি কত সুদ পাবেন?

48 / 80

৩টি সংখ্যার গড় ৩৩। দুইটি সংখ্যা ২৪ ও ৪২ হলে অপর সংখ্যাটি কত?

49 / 80

কোনো ব্যবসায় ক,খ,গ এর মূল ধন যথাক্রমে  ৩২০,  ৪০০ এবং  ৪৮০ টাকা। তাদের মূলধনের অনুপাত কত?

50 / 80

৯১ কে ৭ দ্বারা ভাগ করলে ভাগফল কত হবে?

51 / 80

মে মাসে দৈনিক গড় বৃষ্টিপাতের পরিমাণ ৭৫ মিলিমিটার ছিল।

ওই মাসে বৃষ্টিপাতের মোট পরিমাণ কত ছিল?

52 / 80

১০০০ মিলিয়নে কত টাকা হয়?

53 / 80

৫, ৮, ১৫, এর চতুর্থ সমানুপাতী কোনটি?

54 / 80

এক কলা বিক্রেতার নিকট ৩৫ ডজন কলা আছে, তার নিকট কতটি কলা আছে?

55 / 80

৫+ ৮+ ১১+ …… ধারার কোন পদ ৩৮৩?

56 / 80

দুটি সংখ্যার অনুপাত ৫:৬ এবং তাদের গ.সা.গু. ৪ হলে সংখ্যা দুটির ল.সা.গু. কত?

57 / 80

১ ঘণ্টা বা ৬০ মিনিটের ১/৪ অংশ = কত মিনিট?

58 / 80

১০.৪ এর ২.৫% = কত?

59 / 80

একটি ট্রেন প্রতি ঘণ্টায় ৩০ কিমি বেগে চলে গন্তব্যে পৌছালো।

ট্রেনটির বেগ ঘণ্টায় ২৭ কিমি হলে, গন্তব্য স্থানে পৌছাতে ২০ মিনিট সময় বেশি লাগত। পথের দূরত্ব কত?

60 / 80

চার অঙ্কের বৃহত্তম সংখ্যার সাথে কত যোগ করলে যোগফল দশ লক্ষ হবে?

61 / 80

বাংলাদেশের প্রথম কমিউনিটি রেডিও?

62 / 80

প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান ----

63 / 80

বিলিরুবিন কোথায় তৈরি হয়?

64 / 80

ভিটামিন 'সি' এর রাসায়নিক নাম কি?

65 / 80

সার্ক কোন সালে প্রতিষ্ঠিত হয়?

66 / 80

বংশগতির জনক কে?

67 / 80

আস্তানা কোন দেশের রাজধানী?

68 / 80

গ্যালভানাইজিং হলো লোহার উপর---

69 / 80

ফকির সন্ন্যাসী বিদ্রোহের প্রধান নেতা ও সংগঠক ছিলেন কে?

70 / 80

কোন শাসকের আমলে সমগ্র বাংলা হয়ে উঠে ‘বাঙ্গালা’ নামে?

71 / 80

মোহামেডান লিটারেরি সোসাইটি প্রতিষ্ঠা করেন কে?

72 / 80

প্রান্তিক হ্রদ কোন জেলায় অবস্থিত?

73 / 80

বাংলাদেশের প্রথম নারী পররাষ্ট্রমন্ত্রী কে?

74 / 80

পেনসিল তৈরিতে ব্যবহৃত হয়?

75 / 80

নিশীথ সূর্যের দেশ কোনটি?

76 / 80

কত সালে ফরাসি বিপ্লব হয়?

77 / 80

হেলেনস্টীক সংস্কৃতি কোথায় গড়ে ওঠে?

78 / 80

সাউথ এশিয়ান ফোরামের প্রস্তাবক দেশ কোনটি?

79 / 80

ন্যাটোর সদর দপ্তর কোথায় অবস্থিত?

80 / 80

ইউরেশিয়ান ইকনোমিক ইউনিয়ন যাত্রা শুরু করে কত সালে?

Your score is

The average score is 44%

0%

Connect with us and visit every day website.

Facebook Page:

Connected Our Model Test Programs:

MODEL TEST :