এইচএসসিতে পাস করবে সকল পরীক্ষার্থী, কিন্তু কে কত জিপিএ পায় !

করোনা মহামারির কারণে গত বছর এইচএসসি সমমানের পরীক্ষা হয়নি।   পরীক্ষা হওয়ার কথা ছিল গত বছরের এপ্রিলে। কিন্তু  দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে ১৩ লাখ ৬৫ হাজার ৭৮৯ শিক্ষার্থীর এইচএসসি সমমানের পরীক্ষায় অংশ নেওয়ার কথা ছিল এখন পরীক্ষা ছাড়াই ফল মূল্যায়নের মাধ্যমে পাশ করবে সবাই।  তবে সবার আগ্রহ, কে কত জিপিএ (গ্রেড পয়েন্ট এভারেজ) পায়, তা নিয়ে। 

এসএসসি জেএসসির পরীক্ষার গড় ফলের ভিত্তিতে এইচএসসির শিক্ষার্থীদের মূল্যায়ন  হবে এবার।  আজ শনিবার ২০২০ সালের এইচএসসি সমমানের পরীক্ষার্থীদের মূল্যায়নের ফল প্রকাশ করা হবে। পরীক্ষার্থীর ফলাফল কী হবে সেটি ঠিক হবে তার জেএসসি এসএসসি এবং সমমানের পরীক্ষার ফলের ভিত্তিতে। আর পরীক্ষায় পাস করানো হবে সকল শিক্ষার্থীকেই

গত অক্টোবরে শিক্ষামন্ত্রী দীপু মনি বলেন, ২০২০ সালের এইচএসসি পরীক্ষা সরাসরি গ্রহণ না করে ভিন্ন পদ্ধতিতে মূল্যায়নের সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবারের এইচএসসি শিক্ষার্থীরা দুটি পাবলিক পরীক্ষা দিয়ে এসেছে এদের জেএসসি এসএসসির ফলের গড় অনুযায়ী এইচএসসির ফল নির্ধারণ করা হবে

খোঁজ নিয়ে জানা গেছে, এই মূল্যায়নের কাজটি করার জন্য একটি বিশেষজ্ঞ কমিটি কাজ করেছে। বিভাগ পরিবর্তনজনিত (যারা বিজ্ঞান থেকে মানবিক বা অন্য বিভাগ পরিবর্তন করেছে) কারণে যে সমস্যাটি হবে তা ঠিক করতেও বিশেষজ্ঞ কমিটি কাজ করেছে। এই বিশেষজ্ঞ কমিটি তাদের পরামর্শ বা মতামত দিয়েছে। সেই পরামর্শের ভিত্তিতে এই মূল্যায়নের ফল প্রকাশ করা হচ্ছে আজ

২০২০ সালের ১৩ লাখের বেশি পরীক্ষার্থীর অংশ নেওয়ার কথা ছিল

 তাছাড়া ,  ২০১৯ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) সমমানের পরীক্ষায় গড় পাসের হার ছিল ৭৩ দশমিক ৯৩ শতাংশ। ফলাফলের সর্বোচ্চ সূচক জিপিএ পেয়েছেন ৪৭ হাজার ২৮৬ জন, যা মোট পরীক্ষার্থীর দশমিক ৫৪ শতাংশ। ২০১৯ সালে মোট পরীক্ষার্থী ছিলেন ১৩ লাখ ৩৬ হাজার ৬২৯ জন। এর মধ্যে উত্তীর্ণ হয়েছিলেন লাখ ৮৮ হাজার ১৭২ জন ।