কৌশলে শিখুন সাধারণ জ্ঞান বিভিন্ন সংস্থার অফিসিয়াল বা ওয়ার্কিং ভাষা

বিভিন্ন সংস্থার অফিসিয়াল বা ওয়ার্কিং ভাষা

ইংরেজি, ফরাসি ও পর্তুগীজঃ

পশ্চিম আফ্রিকান রাজ্যের অর্থনৈতিক সম্প্রদায় (ECOWAS)

ইংরেজি, ফরাসি ও স্প্যানিশঃ বিশ্ব বাণিজ্য সংস্থা (WTO)

আরবি, ফরাসি ও ইংরেজিঃ ইসলামিক উন্নয়ন ব্যাংক (ISDB)

গুয়ারানি, পর্তুগীজ ও স্প্যানিশঃ মারকোসার (Mercosur)

ইংরেজি, ফরাসি ও জার্মানঃ ইউরোপীয় মহাকাশ সংস্থা ( ESA)

ইংরেজিঃ

কমনওয়েলথ —

আন্তর্জাতিক মুদ্রা তহবিল (IMF)

বিশ্ব ব্যাক ( WB)

এশিয়া – প্যাসিফিক ইকোনমিক কোঅপারেশন (APEC)

এশীয় উন্নয়ন ব্যাংক (ADB)

এশীয় অবকাঠামো বিনিয়োগ ব্যাংক (AIIB)

ক্যারিবিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (CDB)

ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশন (IORA)

নিউ ডেভেলপমেন্ট ব্যাংক (NDB)

নরডিক ইনভেস্টমেন্ট ব্যাংক (NIB)

প্রশান্ত মহাসাগরীয় দ্বীপপুঞ্জ  ফোরাম ( PIF)

দক্ষিণ এশীয় আঞ্জলিক  সহযোগিতা সংস্থা (SAARC)

রুশঃ

কমনওয়েলথ  অব ইন্ডিপেন্ডেন্ট স্টেটস (CIS)

ইউরেশীয় উন্নয়ন ব্যাংক (EDB)

ইউরেশিয়ান ইকোনমিক ইউনিয়ন (EAEU)

আরবীঃ

উপসাগরীয় সহযোগী সংস্থা (GCC) আরব লীগ।

স্প্যানিশঃ

সেন্ট্রাল আমেরিকান কমন মার্কেট (CACM)

ইংরেজি ও ফরাসিঃ

অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়ন সংস্থা (OECD)

আন্তর্জাতিক শক্তি সংস্থা (IEA)

আন্তর্জাতিক  অলিম্পিক কমিটি (IOC)

ইন্টার পার্লামেন্টারি ইউনিয়ন (IPU)

বিশ্ব ডাক ইউনিয়ন (UPU)

আফ্রিকান উন্নয়ন ব্যাক (AFDB)

কাউন্সিল অব ইউরোপ > নাটো ( NATO)

ডাচ ও ফরাসিঃ বেনেলাস্ক

চীনা ও রুশ ঃ

সাংহাই সহযোগিতা সংস্থা ( SCO)

আন্তর্জাতিক সংস্থায় বাংলাদেশঃ

জাতিসংঘঃ >>>> ১৭ সেপ্টেম্বর ১৯৭৪

কমনওয়েলথঃ >>>> ১৮ এপ্রিল ১৯৭২

ওয়াইসিঃ >>>> ২৩ ফেব্রুয়ারি ১৯৭৪

আইএমএফঃ >>>> ১০ মে ১৯৭২

আইএলওঃ >>>> ২২ জুন ১৯৭২

ইউনেস্কোঃ >>>> ১৯ অক্টোবর ১৯৭২

ডব্লউটিওঃ >>>> ১ জানুয়ারি ১৯৯৫

আরো বিস্তারিত জানতে ভিজিট করুনঃ এখানে

যারা নিয়মিত আমাদের পোস্ট পেতে চান তারা আমাদের সাইটে নিবন্ধন করুন। সহজে পোস্ট করতে আমাদের ফেসবুক পেজে লাইক দিন।

ফেসবুক পেইজ

শেয়ার করে অন্যকে জানার সুযোগ করে দিন।