পুরনো ফোনে বন্ধ হচ্ছে হোয়াটসঅ্যাপ এর কাজ

জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপের
সেবা পুরনো বেশকিছু ফোনে বন্ধ হতে চলেছে। আগামী বছর থেকে বেশকিছু আইওএস ও অ্যান্ড্রয়েড ডিভাইসে কাজ করা বন্ধ করে দেবে হোয়াটসঅ্যাপ।
অপারেটিং সিস্টেম আইওএস ৯ ও অ্যান্ড্রয়েড ৪.০.৩-এর আগের ভার্সনচালিত ফোনে আর চলবে না হোয়াটসঅ্যাপ। চলতি বছর একাধিক সিস্টেমে পরিবর্তন এনেছে হোয়াটসঅ্যাপ।
একাধিক নতুন ফিচারও যোগ হয়েছে এ অ্যাপে। এবার পুরনো ভুলে নতুনে পা রাখার সময়। সংস্থার তরফে বলা হয়েছে, আইওএস ৯ ও অ্যান্ড্রয়েড ৪.০.৩ আগের ফোনে হোয়াটসঅ্যাপ চালানো আর সম্ভব হবে না।
তাই যাদের কাছে এখনও এর আগের কোনো ভার্সনের ফোন থাকবে তাদের আপগ্রেড করানোর পরামর্শ দিচ্ছে প্রতিষ্ঠানটি। হঠাৎ এমন সিদ্ধান্তে সমস্যায় পড়তে পারেন বহু মানুষ। তবে বিষয়টি নিয়ে সংস্থার দাবি, আইওএস ৯ ও অ্যান্ড্রয়েড ৪.০.৩ নিচের সিস্টেম ব্যবহার করেন, এমন মানুষের সংখ্যা অনেকটাই কম।
ফলে তেমন কেউ এর দ্বারা সমস্যায় পড়বেন না। তবে, পুরনো ফোনের মধ্যে যেগুলো অপারেটিং সিস্টেম আপডেট করা যাবে, সেগুলোয় হোয়াটসঅ্যাপ চলবে ।
বিস্তারিত জানতে আমাদের সাথেই থাকুন।

তাছাড়া পরীক্ষার প্রস্তুতি নিতে আমাদের সাইটে মডেল টেস্ট দিন । আমরা প্রতি সাপ্তাহে মডেল টেস্ট পাবলিশ করি। সেখানে প্রশ্নপত্রের আলোকে আমরা মডেল টেস্ট সাজিয়েছি। ।

মডেল টেস্ট দিতে নিচের লিংকে ক্লিক করুন: মডেল টেস্ট প্রোগ্রাম। 

আরো চাকরির আপডেট পেতে আমাদের সাইটে নিয়মিত ভিজিট করুন।আমাদের ফেসবুকে ফলো করুন। ফেসবুক