প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পিটিআই-সংলগ্ন পরীক্ষণ বিদ্যালয়ের শিক্ষক (১০ম গ্রেড) পদের লিখিত পরীক্ষা আগামী ১৭ জানুয়ারি
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীনস্থ প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পিটিআই-সংলগ্ন পরীক্ষণ বিদ্যালয়ের শিক্ষক (১০ম গ্রেড) পদের লিখিত পরীক্ষার তারিখ, সময়সূচি ও আসনবিন্যাস প্রকাশ করা হয়েছে।
সরকারি কর্ম কমিশনের (পিএসসি) এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
পিএসসির নন-ক্যাডার পরীক্ষা নিয়ন্ত্রক মো. নজরুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, শিক্ষক পদের বাছাই পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ২০০ নম্বরের ৪ ঘণ্টা সময়ের লিখিত পরীক্ষা ১৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে।
শেরেবাংলা নগর সরকারি বালক উচ্চবিদ্যালয় ও শেরেবাংলা নগর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ে ওই দিন দুপুর ১২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এ পরীক্ষা নেওয়া হবে।
মোট পরীক্ষার্থীর সংখ্যা ১ হাজার ৬৪৭।
লিখিত পরীক্ষাসংক্রান্ত অন্যান্য তথ্য পিএসসির ওয়েবসাইটে (www.bpsc.gov.bd) পাওয়া যাবে।
আরো বিভিন্ন চাকরির তথ্য ও সরকারি, বেসরকারি চাকরির নতুন নতুন আপডেট পেতে আমাদের ওয়েবসাইটে প্রতিদিন ভিজিট করুন।
ফেসবুকে বিভিন্ন সরকারি ও বেসরকারি চাকরির আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন। অফিসিয়াল ফেসবুক পেজে লাইক ও শেয়ার করুন।
আপনি আমাদের মডেল টেস্ট প্রোগ্রামে অংশ নিতে পারেন। যাতে আপনি আরও ভালোভাবে অনুশীলন করতে পারেন এবং বিভিন্ন পরীক্ষার জন্য নিজেকে প্রস্তুত করতে পারেন।
শেয়ার করে রাখুন……….