২১ শে পদক ২০২২ পেলেন যারা এই বছরে
এই বছর বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য ২০২২ সালের একুশে পদকের জন্য নির্বাচিত করা হয় ২৪ জনের নাম ।
ভাষা আন্দোলনের নায়ক মোস্তফা এম এ মতিন ও মির্জা তোফাজ্জল হোসেন মুকুলকে তৎকালীন পাকিস্তানের রাষ্ট্রভাষা হিসেবে বাংলা ভাষাকে স্বীকৃতি দেওয়ার আন্দোলনে অংশ নেওয়ার জন্য মরণোত্তর এই পুরস্কার দেওয়া হয়।
জিনাত বরকতউল্লাহ নৃত্যে পুরস্কার জিতেছেন — মাহমুদুর রহমান বেনু, ইকবাল আহমেদ
সঙ্গীতে নজরুল ইসলাম বাবু
আফজাল হোসেন, মাসুম আজিজ এবং খালেদ মাহমুদ খান , অভিনয়ে — মো মতিউর রহমান, সৈয়দ মোয়াজ্জেম আলী, কিউএবিএম রহমান এবং আমজাদ আলী খন্দকার।
স্বাধীনতা যুদ্ধ——- সাংবাদিকতায় এম এ মালেক- বিজ্ঞান ।
প্রযুক্তিতে —— মো: আনোয়ার হোসেন।
শিক্ষায় —– গৌতম বুদ্ধ দাস
সমাজসেবায় —— এস এম আব্রাহাম লিংকন ও সংঘরাজ জ্ঞানশ্রী মাহাথের।
ভাষা ও সাহিত্যে —– ঝর্ণা দাস পুরকায়স্থ ও কামাল চৌধুরী- মো: আবদুস সাত্তার।
গবেষণায় মন্ডল— —–মোঃ এনামুল হক।
গবেষণায় ——– শাহনাজ সুলতানা ও জান্নাতুল ফেরদৌস।
পুরস্কারপ্রাপ্তদের মধ্যে খালেদ মাহমুদ, সৈয়দ মোয়াজ্জেম ও নজরুল ইসলামকে মরণোত্তর পুরস্কার দেওয়া হয়।
ফেসবুক অফিসিয়াল ফেসবুক পেজ এবং অফিসিয়াল ফেসবুক গ্রুপে বিভিন্ন সরকারি ও বেসরকারি চাকরির আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন এবং লাইক, শেয়ার করুন।
আমরা বিভিন্ন মডেল টেস্ট প্রোগ্রামের আয়োজন করেছি।
মডেল টেস্ট প্রোগ্রামে অংশগ্রহণ করুন এবং আমাদের সাথে থাকুন: মডেল টেস্ট