Uncategorized

গুগল ম্যাপে যুক্ত হলো এক গুচ্ছ নতুন ফিচার

গুগল ম্যাপে যুক্ত হলো এক গুচ্ছ নতুন ফিচার যা গুগল ম্যাপকে করেছে আরো সহজ ও ব্যবহার উপযোগী

মানুষের মন ও মস্তিষ্কের অনেকটা জায়গা জুড়ে এখন শুধুই টেকনোলজি জায়ান্ট গুগলের সেবা। যেকোনো বিষয়ে গুগলের এই নির্ভরতা বেড়েই চলেছে দিনদিন। যেকোনো প্রশ্নের উওর খোঁজা,যেকোনো অচেনা রাস্তা ধরে এগিয়ে চলা,সবটাতে ভরসা এই গুগলি। দৈনন্দিন জীবনে গুগল ব্যতিত এক মূহুর্ত চিন্তা

করা যায়না। এরি ধারাবাহিকতায় গুগল তার নতুনত্ব আনতে গুগল এনেছে নতুন ফিচার। মূলত গুগল ম্যাপ সেবাটিতে তারা যুক্ত করছে এক গুচ্ছ নতুন ফিচার। আগের নিয়মে শুধু যায়গার নাম দেখতে পেলেও যায়গার ভেতর বাহির পরিবেশ কেমন তাও জানা যাবে ।

ছবিতে গুগল ম্যাপ ফিচার

বর্তমানের সামাজিক যোগাযোগের আধিপত্যের বড় কারণ যেখানে ব্যবহারকারীদের সক্রিয় থাকে। গুগল ম্যাপস্ এবার সেই নিতি অনুসরণ করতে চলেছে।

ব্যবহারকারীরা নিজেরাই যুক্ত করে ব্যবহার করতে পারবে এমন সব নতুন নতুন ফিচারের পরিকল্পনা সাজিয়েছে এপ্লিকেশনটি। গত বৃহস্পতিবার তারি একটি কিছুটা প্রকাশ করেছে গুগল।

আসলে গত কয়েকটা মাস ধরেই গুগল এ নতুন সব ফিচার নিয়ে পরিক্ষা নিরিক্ষা চালাচ্ছিলো মানুষ জেনো গুগল ম্যাপকে শুধুমাত্র যায়গা চেনার মাধ্যম হিসেবে ব্যবহারে স্বীমাবদ্ধ না থাকে সেজন্যে সতর্ক হয়েছে গুগল কতৃপক্ষ।

ছবিতে গুগল ম্যাপ

আর তাই লোকজন জেনো জায়গার জন্য গুগল ম্যাপ নয় বরং গুগল ম্যাপটিকে জায়গা পছন্দ করে কোথাও ঘুড়তে যেতে পারে সে সুযোগ আনার কথা ভাবছে টেকজায়ান্টটি। পাশাপাশি কোনো স্থানে কোনো স্থানিও ব্যবসায়ীদের সাথে জেনো যোগাযোগের জেনো একটা পথ তৈরি হয় গন্তব্য স্থলে যাবার সহজ

পথ চেনানো পার্কিংয়ের ব্যবস্থা কেমন এবং সেখানকার অভিগ্যতা অন্যদের সাথে শেয়ারের মতো ফিচারগুলো যোগ হবে। গুগল জানিয়েছে তাদের এখন ১৫

কোটি স্থানিও গাইড রয়েছে। যারা প্রতিনিয়ত প্রতিটি জায়গার রিভিউ,ছবি এবং তথ্য প্রদানের মাধ্যমে অবদান রাখতে চলেছে।

ছবিতে গুগল ম্যাপ চিত্র

গতবছর এই লোকাল গাইড লাইন প্লাটফর্মটিতে আরো ৮০ লাখ নতুন স্থান সংযুক্ত করেন। গুগল কতৃপক্ষ তাদের নতুন ফটোতে নতুন ফিচারটি নিয়ে বেশ

উৎসছিত। মজার বিষয় হলো এসব তথ্য আপডেট করতে পারবেন যে কেউ। এর জন্য কোথাও যাবার পর নতুন আপডেট অপশনটিতে গিয়ে শুধু স্থানের ছবি

এবং ক্যাপশন লিখে দিলেই হবে। কোনো দীর্ঘ রিভিউ। কিংবা রেটিং দেওয়ার প্রয়োজন নেই। তবে ভূল তথ্য দিলে গুনতে হবে আক্কেল সেলামিও।

ছবিতে গুগল ম্যাপ ফিচার

অন্যদের জন্য সব হালনাগাদ তথ্য প্রকাশের আগে গুগল নিজে তার সত্যতা যাচাই করে দেখবে। গুগল ম্যাপস্ এপ্লিকেশনটি রাস্তা পরিবর্তনের অপশনগুলো

আগের চেয়ে সহজপদ্ধ করে তুলেছে। গ্রাহক এখন নিজে থেকে এখন যাতায়াতের পথের ভূলত্রুটি গুলো চিহ্নিত করতে পারবেন। সড়কের নতুন নামকরণ হলে

তা লিখতে পারবেন। এডিট দা ম্যাপ অপশনে গিয়ে সেই রাস্তার উল্লেখযোগ্য কোনো নির্দশন গুলো এঁকে দেখাতে পারবেন। এমনকি ভূল  রাস্তা গুলো মুঁছে ফেলতে পারবেন।