ইলেকট্রিশিয়ান পদে চাকরি (বিজিএফসিএল)

বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানি লিমিটেড (বিজিএফসিএল) – এর নিম্নবর্ণিত শুন্য পদের নিয়োগের লক্ষ্যে বাংলাদেশের স্থায়ী নাগরিকদের নিকট হতে অনলাইনে  আবেদন আহব্বান করা যাচ্ছে।

বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানি লিমিটেড (বিজিএফসিএল) বাংলাদেশের রাষ্ট্রীয় মালিকানাধীন  একটি  বৃহদাকার প্রাকৃতিক গ্যাস উৎপাদন কারী সরকারি প্রতিষ্ঠান।

প্রাকৃতিক গ্যাস উৎপাদনকারী এই কোম্পানি তাদের গ্যাসের গুনগত মান অক্ষুন্য রেখে সারা দেশে  পাইপ্লাইনের মাধ্যমে গ্যাস ট্রান্সমিশন সিস্টেমে মানুষের কাছে সরবরাহ করা থাকে।

সম্প্রতি আন্তর্জাতিক অয়েল কোম্পানি স্যান্টোস পরিচালিত সাঙ্গু গ্যাস ক্ষেত্র বন্ধ হয়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে পেট্রোবাংলার সিদ্ধান্তক্রমে চট্টগ্রামের সিলিমপুরস্থ প্লান্ট স্থাপনা বিজিএফসিএল এর অধীনস্থ করা হয়েছে।

চাকরির আরো বিস্তারিত জানতে ভিজিট করুনঃ www.bgfcl.gov.bd

চাকরির আবেদনের শেষ সময় 

১৫ ডিসেম্বর ২০২১ 

আবেদনের জন্য বিস্তারিত দেখুন চাকরির ইমেজেঃ

BGFCL

অনলাইনে আবেদন করতে ক্লিক করুনঃ          আবেদন 

বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানি লিমিটেড বাংলাদেশে শেল অয়েল কোম্পানির কার্যক্রমের সূত্র ধরে ১৯৭৫ সালের ৭ আগস্ট বাংলাদেশ সরকার শেল অয়েল কোম্পানির মালিকানাধীন গ্যাসক্ষেত্রগুলো  তাদের অধীনে কিনে নেয়।

12 সেপ্টেম্বর 1975, বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানি লিমিটেড গ্যাস ক্ষেত্রের কার্যক্রম পরিচালনার জন্য প্রতিষ্ঠিত হয়।

এই কোম্পানি  বর্তমানে বাংলাদেশে দৈনিক ৭২৫ মিলিয়ন ঘনফুট গ্যাস উৎপাদন করে। কোম্পানি ও সিলেট গ্যাস ফিল্ড লিমিটেড, অন্য রাষ্ট্রীয় মালিকানাধীন গ্যাস ফিল্ড কোম্পানির কূপগুলো পুরনো ও সরু হওয়ায় গ্যাস  উৎপাদন  সম্ভব  হচ্ছে না। 

আমাদের সাথে সবসময় যুক্ত থাকুন বিভিন্ন চাকরির খবর জানতে এবং অনলাইনে আবেদন করতে ভিজিট করুন প্রতিদিনঃ     www.Jobcenterbd.com 

তাছাড়া অংশ নিন আমাদের অনুশীলনিমূলক মডেল টেস্ট পোগ্রামে এবং পরিক্ষা দিন প্রতিদিন নিযের মেধা যাচাই করুন।

মডেল টেস্ট পোগ্রামঃ