সন্দেহ অথবা ভয় ছাড়া কীভাবে আপনি আপনার বিকাশ থেকে কোনো মার্চেন্ট নাম্বারে অথবা পার্সোনাল নাম্বারে টাকা পরিশোধ করবেন।

সন্দেহ অথবা ভয় ছাড়া কীভাবে আপনি আপনার বিকাশ থেকে কোনো মার্চেন্ট নাম্বারে অথবা পার্সোনাল নাম্বারে টাকা পরিশোধ করবেন।

বর্তমান সময়ে মোবাইলে লেনদেন খুবই জনপ্রিয়তা অর্জন করে চলেছে। আর মোবাইল লেনদেন প্রতিস্টানগুলো পতিনিয়ত তাদের সেবার পরিসর বাড়িয়ে যাচ্ছে। আমাদের প্রায় সবারই বিকাশ একাউন্ট আছে। আর আমরা এখন সবাই বিকাশ একাউন্ট থেকে মোবাইলের মাধ্যমে পেমেন্ট দিতে পছন্দ করি। কিন্তু একটি জায়গায় গিয়ে আমরা আটকে থাকি! ভয় পাই। যদি ভুল নাম্বারে টাকা চলে।

How to pay bill or make payment without any fear from your bkash or rocket account. Very easy and simple way, you can remove your hesitation following a simple trick. Before going to make payment save your merchant account number then make payment without any hesitation to type wrong number.

bkash has already implement QR code scan system and provide QR code to the seller and merchant. a customer can just scan the QR code and make relevant payment.

BUT what will you do when you need payment from home or outside that shop.

 

Don’t worry! Just tell your partner to save the number you tell and make payment from his/her mobile on behalf of you. Bkash and rocket now offer up to 20% cashback so that it is a great chance to get some cashback after shopping.

 

আশাকরি আজকে আমার পোস্ট পরার পর আপনার আর সেই ভয় চিন্তা থাকবেনা। সহজ কথায় আমি আপনাদের সহজ একটি পদ্ধতি শিখিয়ে দেই যাতে আপনাদের আর কখনো বিকাশে বিল পরিশোদে জামেলায় পড়তে না হয়।

আপনি যেখানে বিল পরিশোদ করবেন অথবা আপনি যাকে টাকা পাঠাবেন প্রথমেই তাঁর মোবাইল নাম্বারটি আপনার মোবাইলে সেভ করে ফেলুন।যদি ভুল হয় এডিট করে ঠিক করে নিতে পারবেন।

এবার আপনি বিকাশ এপ দিয়ে পেমেন্ট করবেন অথবা কাউকে টাকা পাঠাবেন মনের সুখে। বলছি আপনাকে কিভাবে!। আপনি এপ্লিকেশনে ডুকে পেমেন্ট চাপুন । তাঁরপর যেখানে মার্চেন্ট নাম্বার দিতে হয় সেখানে ক্লিক করুন। দেখবেন আপনার সেভ করা নাম্বার চলে এসেছে। এখন যাকে পাঠাবেন বা যার নাম্বারে পাঠাবেন সেটি সিলেক্ট করে আপনার পিন নাম্বার দিয়ে মুল্য পরিশোধ করুন।

একইভাবে আপনি পার্সোনাল নাম্বারেও টাকা পাঠাতে পারবেন। আপনার পরিচিত জনের নাম্বার প্রথমে সেভ করুন তারপর তা দিয়ে টাকা পাঠান। ডাচবাংলা ব্যংকের রকেট থেকেউ একইভাবে আপনি তা  করতে পারবেন।

সকল দোকানেই এখন বিকাশে পেমেন্ট দিলে ক্যাশব্যাক অফার দেয়। তাই আপনার বিকাশ অথবা রকেট এপ্লিকেশন দিয়ে পেমেন্ট করুন আর উপভোগ করুন বিভিন্ন অফার।

বিশেষ লক্ষ্যনীয় যে এপ্লিকেশন চালাতে ইন্টারনেট প্রয়োজন হয়। আপনার যদি ইন্টারনেট থাকে তাহলে নিজের ইন্টারনেট ব্যবহার করে বিল পরিশোধ করুন। অথবা সে দোকানের ফ্রি ওয়াইফাই দিয়ে ইন্টারনেট চালিয়ে মুল্য পরিশোধ করুন।

Follow us on facebook and twitter for more tips and tricks and make your everyday different from other.