Govt. Job Circular

অফিস সহায়ক নিয়োগ ,  সিলেট 

জেলা প্রশাসকের কার্যালয়, সিলেট এর অধীনে মোট ৪৮ জনকে দুইটি পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।

বিজ্ঞপ্তি অনুসারে পদগুলোয় যোগ্যতা পূরণ সাপেক্ষে যোগ দিতে পারেন আপনিও। তাই আজই দেরি না করে আবেদন করে ফেলুন ।

প্রার্থীকে বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে এবং সিলেট জেলার স্থায়ী বাসিন্দা ।

বিস্তারিত জানতে ক্লিক করুনঃ এখানে

পদের নাম ঃ  অফিস সহায়ক  

পদ সংখ্যাঃ ৪৫ জন

যোগ্যতা ঃ  অষ্টম শ্রেণি পাশ

বেতন ঃ  ৮২৫০ –  ২০০১০  টাকা

পদের নাম ঃ  নিরাপত্তা প্রহরী 

যোগ্যতা ঃ  অষ্টম শ্রেণি পাশ

চাকরি আবেদনের বয়স

প্রার্থীর বয়স ২৫ মার্চে ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। তবে মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে বয়স ৩২ বছর।

বেতন ঃ  ৮২৫০ –  ২০০১০  টাকা

আবেদন শুরু ঃ  ২৬-১-২০২১ 

আবেদন শেষ ঃ ০১-০৩-২০২১ 

আবেদন করতে ক্লিক করুন এখানে ঃ আবেদন

আবেদন প্রক্রিয়া ঃ 

সাদা কাগজে (কম্পিউটার টাইপকৃত) । প্রার্থীর নাম, পিতার/স্বামীর নাম, মাতার নাম, জন্ম তারিখ, বর্তমান (মোবাইল ও ই-মেইলসহ) ঠিকানা, স্থায়ী ঠিকানা, নিজ জেলা, জাতীয়তা, শিক্ষাগত যোগ্যতা ও অবিজ্ঞতা ইত্যাদি ।

উক্ত ঠিকানায় আবেদন পত্র ডাকযোগে/ ব্যাক্তিগতভাবে পৌঁছাতে হবে।

কাগজপত্র ঃ

আবেদনপত্রের সাথে  গেজেটেড কর্ম-কর্তা কর্তৃক সত্যায়িত, সকল যোগ্যতা ও অবিজ্ঞতা সনদপত্র । সদ্য তোলা ৩ কপি পাসপোর্ট সাইজের ছবি। জাতীয় পরিচয়পত্র/নাগরিকত্ব সনদপত্র/জন্ম নিবন্ধন/পাসপোর্টের কপি সংযুক্ত করতে হবে এবং গেজেটেড কর্ম-কর্তা কর্তৃক সত্যায়িত প্রদত্ত চারিত্রিক সনদপত্র সংযুক্ত করতে হবে ।

আমাদের ওয়েবসাইটে আরো বিভিন্ন চাকরির খোজ-খবর জানতে এবং নিয়োগের পরিক্ষায় অংশগ্রহনে নিজের অনুশীলন করতে ভিজিট করতে ক্লিক করুন ঃ মডেল টেস্ট