বাংলাদেশ রেলওয়ে সহকারি স্টেশন মাস্টার পদে নিয়োগ হবে ৫৬০ জন।

বাংলাদেশ রেলওয়ের নিম্নবর্ণিত রাজস্বখাতভুক্ত স্থায়ী শূন্য পদ পূরণের লক্ষ্যে বাংলাদেশের নাগরিকদের কাছ থেকে অনলাইনে আবেদন আহব্বান করা যাচ্ছে।

বাংলাদেশ রেলওয়ের সহকারী স্টেশন মাস্টার  পদের সংখ্যা ২৩৫ টি থেকে বৃদ্ধি করে ৫৬০ টি করা হয়েছে ।

সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন।

এটি মোট 25,083 জন নিয়মিত কর্মচারী নিয়োগ করে 2955.53 রুট কিলোমিটারের দৈর্ঘ্য কভার করে।

যেহেতু রেলওয়ে অভ্যন্তরীণ পরিবহনের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মাধ্যম, দেশের সমগ্র দৈর্ঘ্য এবং প্রস্থকে সংযুক্ত করে, এটি স্বাভাবিকভাবেই দেশের অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখে।

চাকরির বিস্তারিত দেখুনঃ www.railway.gov.bd

অনলাইনে আবেদনের শেষ সময়

২২ নভেম্বর ২০২১ 

আবেদনের বিস্তারিত জানুন চাকরির ইমেজেঃ

br

সহকারী স্টেশন মাস্টার পদের নিয়োগ পরীক্ষা হবে দুই ধাপে। প্রথমে লিখিত পরীক্ষা হবে ৭০ নম্বরে। সময় বরাদ্দ ৯০ মিনিট।

লিখিত পরীক্ষায় সর্বনিম্ন পাস নম্বর ৫০ শতাংশ অর্থাৎ কমপক্ষে ৩৫ নম্বর পেতে হবে। লিখিত পরীক্ষা হবে বাংলা-২০, ইংরেজি-২০, গণিত-১৫ ও সাধারণ জ্ঞান-১৫ নম্বরের।

লিখিত পরীক্ষায় আসা প্রশ্নের উত্তর সাধারণত দুই-এক বাক্যে বা এক কথায় লিখতেই হয়। শুধু গণিতের ক্ষেত্রে সমাধান করে দেখিয়ে দিতে হয়। প্রতিটি প্রশ্নের নম্বর ১।

কোনো নেগেটিভ মার্কিং নেই। লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের ৩০ নম্বরের মৌখিক পরীক্ষার মুখোমুখি হতে হবে।

আবেদনঃ

আমাদের সাথে কানেক্ট থাকুন সবসময়  সামাজিক মিডিয়া  ফেসবুক পেজ সংযুক্ত করুন এবং প্রতিদিন, প্রতিবার ভিজিট করুন।

ফেইসবুক পেইজঃ 

এবং আমাদের মডেল টেস্ট প্রোগ্রামে কানেক্ট থাকুন এবং এই পরীক্ষায় অংশগ্রহণ করে  আপনার অধ্যয়ন জ্ঞান কতটা অগ্রগতি দেখুন।

মডেল টেস্ট

এছাড়া  সবসময় চাকরির খোজ-খবর জানতে ও বিভিন্ন সরকারি, বেসরকারি চাকরির বিস্তারিত জানতে প্রতিদিন ভিজিট করুন ঃ www.jobcenterbd.com