The Ministry of Defence (MoD) Job Circular Published Today.
বাহিনী সদর দপ্তর এবং প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরসহ আন্তঃবাহিনী সংস্থা সমূহের সাংগঠনিক কাঠামোর রাজস্ব খাতভুক্ত প্রধান প্রশাসনিক কর্মকর্তার কার্যালয়ের প্রশাসনিক আওতাধীন নিম্নবর্ণিত বেসামরিক শূন্য পদ সমূহ অস্থায়ী ভিত্তিতে পূরনের জন্য বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট থেকে দরখাস্ত আহব্বান করা যাচ্ছে।
নাগরিক, নৌ-উদ্ধার ও বিমান উদ্ধৃত দপ্তর এবং আন্তঃ চালান সংস্থার সাংগঠনিক পরিকল্পনার এয়ার বেতার আওতসাম জনবলের কার্যক্রম পরিচালনা, বর্ধিত নিরাপত্তা ব্যবস্থা, আইন ও অন্যান্য কার্যক্রম পরিচালনার সময় সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে, সংযুক্ত সকলের সংস্থা ব্যবস্থা গতিশীলতা বজায় রাখা।
ভিজিটঃ www.mod.gov.bd
সেনাবাহিনীর স্টেশনারি, অফিস সরঞ্জাম এবং অন্যান্য সামগ্রী প্রতিরক্ষা ক্রয় মহাপরিদপ্তরের মাধ্যমে ক্রয়পূর্বক সেনাবাহিনীতে সরবরাহসহ সংশ্লিষ্ট কার্যক্রম, সেনাবাহিনীর বিভিন্ন প্রকার ফরম (২০৭৭ প্রকার), এ আর (আর), এ আর (আই), এম বি এম এল, পেনশন রেগুলেশন, আইন/বিধি সংক্রান্ত প্রকাশনা সরকারি মুদ্রণালয়ের মাধ্যমে মুদ্রণপূর্বক বিতরণ।
আবেদনের শেষ তারিখ:
১৫ ডিসেম্বর ২০২১
কিভাবে আবেদন করবেন: চাকরির সার্কুলার ছবি দেখুন।
Advertisement_FinalApply:
বিভিন্ন চাকরির খবর এবং শিক্ষা বিষয়ক খবর পেতে প্রতিদিন আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন।
ভিজিটঃ www.jobcenterbd.com
এছড়া আপনাদের পড়ালেখার জন্য বিভিন্ন বিষয়ের অনুশীলন এবং পড়ালেখার কতটা অগ্রগতি হচ্ছে তার জন্য আমাদের মডেল টেস্ট পোগ্রামে অংশ নিন।