আসছে প্রাইমারি শিক্ষক নিয়োগের প্রতি পদে লড়বেন ৪১ জন প্রার্থী

এক মাস ব্যাপি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে ৩২ হাজার ৫৭৭টি  পদে  ইতিমধ্যে  নিয়োগ পেতে আবেদন করেছেন ১৩ লক্ষাধ্যিক  চাকরিপ্রত্যাশী সংশোধন সহ সব প্রক্রিয়া এরই মধ্যে সম্পন্ন হয়েছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদের জন্য। আর প্রতিটি পদে লড়বেন ৪১ জন করে প্রার্থী । 

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের (ডিপিই) সহকারী পরিচালক নিয়োগ হিসেবে কর্মরত সিনিয়র সহকারী সচিব আতিক এস বি সাত্তারের কাছ থেকে জানা গেছে ,  চাকরিপ্রত্যাশী সরকারি  প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে নিয়োগ পেতে আবেদন করেছেন ১৩ লাখ ৯ হাজার ৪৬১ জন।

গত ২৫ অক্টোবর অনলাইনে  আবেদন প্রক্রিয়া  শুরু হয়ে শেষ হয় গত ২৪ নভেম্বর রাতে এর পরের ৭২ ঘণ্টা সময় ছিল পেমেন্ট করার জন্য

পেমেন্ট শেষে ১৩ লাখের বেশি প্রার্থী পদের জন্য আবেদন করেছেন

২০০৯-১৯ সালে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১ লাখ ৯৭ হাজার ৮৬৪ জন শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছে।

সর্বশেষ ২০১৮ সালের ৩০ জুলাই সহকারী শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এতে মোট উত্তীর্ণ হন ৫৫ হাজার ২৯৫ জন, নিয়োগ দেওয়া হয় ১৮ হাজার ১৪৭ জনকে।

এর আগে একই বছর ২০১৪ সালের স্থগিত পরীক্ষাটিও নেওয়া হয় ২০১৮ সালে ।  ওই পরীক্ষায় মোট উত্তীর্ণ হন ২৯ হাজার ৫৫৫ প্রার্থী। এর মধ্যে নিয়োগ দেওয়া হয় হাজার ৭৬৭ জনকে।

দুই পরীক্ষায় উত্তীর্ণ হয়েও চূড়ান্ত নির্বাচিত হননি ৫৬ হাজার ৯৩৬ প্রার্থী।

উত্তীর্ণ এসব প্রার্থী ২০১০১১ সালের মতো প্যানেল নিয়োগ চান। তবে মন্ত্রণালয় জানিয়ে দিয়েছে, প্যানেলে নিয়োগ দেওয়া হবে না। নতুন করে  নিয়োগের বিজ্ঞপ্তি দেওয়া হয়

মন্ত্রণালয়ের এই উদ্যোগের পর সেপ্টেম্বরে কোটামুক্ত রেখে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগের প্রস্তাব করে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর প্রাথমিকের শিক্ষক পদটি ১৩তম গ্রেড হয়েছে

তাই বিস্তারিত জানতে আমাদের সাথেই থাকুন।

পরীক্ষার প্রস্তুতি নিতে আমাদের সাইটে মডেল টেস্ট দিন। মডেল টেস্ট দিতে নিচের লিঙ্গকে ক্লিক করুন: ক্লিক 

আরো চাকরির আপডেট পেতে আমাদের সাইটে নিয়মিত ভিজিট করুন।আমাদের ফেসবুকে ফলো করুন। ফেসবুক